shono
Advertisement

বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

সময়ের পরত ঝেড়ে ফেলে আড়মোড়া ভাঙ্গছে হারিয়ে যাওয়া এক দুনিয়া৷ The post বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:20 PM Mar 01, 2017Updated: 10:50 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের পরত ঝেড়ে ফেলে আড়মোড়া ভাঙছে হারিয়ে যাওয়া এক দুনিয়া৷ বহু হাজার বছর আগে চাপা পড়ে গিয়েছিল সে পৃথিবী৷ তার উপর জমেছিল বরফের স্তর৷ কিন্তু বরফ গলতেই ধীরে ধীরে দেখা মিলছে এক অচেনা দুনিয়ার৷ সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলে সাইবেরিয়ায় জেগে উঠেছে এক মহাগহ্বর৷ স্থানীয় ইয়াকুতিয়ান জনগোষ্ঠির বিশ্বাস ‘বাটাগাইকা’ নামের মহাগহ্বরটি হচ্ছে পাতালে প্রবেশ করার রাস্তা৷ প্রায় এক কিলোমিটার চওড়া ও ২৮০ ফুট গভীর এই গহ্বরটি প্রতিবছর ৩৩ থেকে ৯৯ ফুট বাড়ছে৷ এর ফলে ভুগর্ভস্ত বরফ গলে বেরিয়ে আসছে প্রায় দু’লক্ষ বছর পুরনো প্রাণিজগতের নিদর্শন৷ ইতিমধ্যে, বাটাগাইকা গহ্বর থেকে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক প্রায় অবিকৃত ম্যামথ ও চার হাজার বছর পুরনো ঘোড়ার জীবাশ্ম৷

Advertisement

শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা

বৈজ্ঞানিকদের বিশ্বাস গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভূগর্ভে বরফ গলে যাওয়ায় তৈরি হয়েছে এই বিশাল গহ্বর৷ তার ফলে প্রকাশ্যে এসেছে তুষার যুগে চাপা পড়ে যাওয়া বহু প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম৷ তাঁরা আরও জানিয়েছেন যে, শেষবার প্রায় ১০,০০০ বছর আগে, তুষার যুগের শেষে  সইবেরিয়াতে এরকম মহগহ্বরের সৃষ্টি হয়েছিল৷ আবহাওয়া বদল ও উষ্ণায়নের  গবেষণায় ওই গহ্বর থেকে জরুরি তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন তাঁরা৷ তবে এ নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে৷ সম্প্রতি রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এমন গহ্বর থেকে বহু বছর ধরে চাপা পড়ে থাকা স্মল পক্সের জীবাণু বেরিয়ে আসতে পারে৷

OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!

The post বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement