shono
Advertisement

‘আমরা শিশু নই’, CAA সংক্রান্ত মন্তব্যের জেরে মোহন ভাগবতকে কটাক্ষ ওয়েইসির

নাগরিকত্বের ক্ষেত্রে ধর্ম কেন দেখা হচ্ছে সেই প্রশ্নও তোলেন হায়দরাবাদের সাংসদ।
Posted: 09:19 PM Oct 25, 2020Updated: 11:00 PM Oct 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় দশমীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেছিলেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের কাজ করছে বলে অভিযোগ ছিল তাঁর। নবরাত্রির অবসানের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালকের এই মন্তব্য নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে। ঠিক তখনই এর পালটা জবাব দিলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) -এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

Advertisement

মোহন ভাগবতের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই হায়দারবাদের সাংসদ ও এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) টুইট করেন, ‘আমরা শিশু নই যে ভুল বুঝব। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) আর জাতীয় নাগরিকপঞ্জী (NRC) দুটো একসঙ্গে হলে তার মানে কী হয় তা নিয়ে বিজেপি একটা কথাও বলছে না। এগুলিতে যদি মুসলিম সংক্রান্ত কোনও বিষয় না থাকে তাহলে এই আইন থেকে ধর্ম সংক্রান্ত সমস্ত শর্ত বাতিল করে দেওয়া হোক। এটা খুব ভাল করে বুঝে নিন, যতদিন পর্যন্ত আমাদের ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য আইন আনা হবে ততদিন আমরা প্রতিবাদ করেই যাব।’

[আরও পড়ুন: দাড়ি কাটতেই মিলল ফল, চাকরি ফিরে পাচ্ছেন উত্তরপ্রদেশের পুলিশকর্মী ]

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস এবং আরজেডিকেও আক্রমণ করেছেন হায়দরাবাদের সাংসদ। এপ্রসঙ্গে লেখেন, ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের কোনও আইন হলে আমরা তার প্রতিবাদ করব। এবিষয়ে আমি কংগ্রেস, আরজেডি ও তাদের ক্লোনদের বলতে চাই আন্দোলনের সময় তোমাদের নীরবতা কখনও ভুলে যাওয়া হবে না। যখন বিজেপি সীমান্তে বসবাসকারী মানুষদের অনুপ্রবেশকারীর তকমা দিচ্ছিল তখন আরজেডি-কংগ্রেস একবার তাদের মুখ খোলেনি।’

[আরও পড়ুন: ‘হুমকিতে ভয় না পেয়ে বৃহত্তর স্বার্থে লড়বে ভারত’, চিনকে হুঁশিয়ারি অজিত দোভালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement