shono
Advertisement

Breaking News

জলপথে শত্রুকে নিকেশ করতে নৌবাহিনীর ‘বরুণাস্ত্র’

এরকম ৭৩টি টর্পেডো নৌবাহিনীর হাতে ধীরে ধীরে তুলে দেওয়া হবে৷ The post জলপথে শত্রুকে নিকেশ করতে নৌবাহিনীর ‘বরুণাস্ত্র’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 AM Jun 30, 2016Updated: 05:43 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো ‘বরুণাস্ত্র’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নির্মিত এই টর্পেডো-র প্রায় ৯৫ শতাংশ যন্ত্রাংশই এ দেশে তৈরি৷

Advertisement

‘বরুণাস্ত্র’ টর্পেডোর মাধ্যমে গভীর সমুদ্রে যে কোনও সাবমেরিনের উপর সম্পূর্ণ গোপনে আঘাত করা যাবে৷ বিশেষত সমুদ্রগর্ভে ‘স্টেল্থ সাবমেরিন’-এর উপর হামলা করতে ‘বরুণাস্ত্র’-র চেয়ে উপযোগী দেশীয় টর্পেডো ভারতীয় নৌবাহিনীর হাতে এই মুহূর্তে নেই৷ টর্পেডোটি তৈরি করেছে ডিআরডিও-র প্রিমিয়ার ল্যাব নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি বা এনসিটিএল৷ এরকম ৭৩টি টর্পেডো নৌবাহিনীর হাতে ধীরে ধীরে তুলে দেওয়া হবে৷ 

দেখুন সেই ভিডিও: 

The post জলপথে শত্রুকে নিকেশ করতে নৌবাহিনীর ‘বরুণাস্ত্র’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement