shono
Advertisement

প্রচারে শান দিতে কলকাতায় মোদির জনসভা, শাহর রোড শো চায় বঙ্গ বিজেপি

অমিত শাহর সম্ভাব্য রোড শো ১৫-১৭ মে’র মধ্যে৷ The post প্রচারে শান দিতে কলকাতায় মোদির জনসভা, শাহর রোড শো চায় বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:32 AM May 04, 2019Updated: 09:32 AM May 04, 2019

স্টাফ রিপোর্টার: শেষ দফার ভেটের আগে কলকাতায় নরেন্দ্র মোদিকে দিয়ে আর একটি জনসভা করাতে চাইছে রাজ্য বিজেপি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব মারফত প্রধানমন্ত্রীর কাছে আরজিও জানিয়েছে রাজ্য নেতৃত্ব। একইসঙ্গে অমিত শাহকেও কলকাতায় একদিন ভোট প্রচারে আনতে চাইছেন বঙ্গ বিজেপি নেতারা। তাঁকে দিয়ে করাতে চাইছেন একটি দীর্ঘ রোড শো৷

Advertisement

[ আরও পড়ুন: বিপর্যয় মোকাবিলায় রাতভর পুরভবনে কন্ট্রোলরুমে থাকছেন মেয়র]

রাজ্যে প্রথম ভোট প্রচার শিলিগুড়ি ও ব্রিগেড দিয়েই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। ৩ মার্চ প্রথমে শিলিগুড়ি ও তারপর ব্রিগেডে জোড়া সভা করেছিলেন তিনি। তারপর রাজ্যে একাধিকবার ভোট প্রচারে এসেছেন মোদি। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৯টি নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী। ৬ ও ৯ মে আরও চারটি সভা করবেন। শেষ দফার ভোট রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণের পাশাপাশি দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর ও ডায়মন্ডহারবারে। বিজেপি সূত্রে খবর, এই শেষ দফার আগে বসিরহাটে প্রধানমন্ত্রীকে দিয়ে একটি সভা করাতে চাইছে বিজেপি। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ১২ মে সভা করার কথা রয়েছে তাঁর।

[ আরও পড়ুন: রাজনীতির ঊর্ধ্বে উঠে ফণীর মোকাবিলায় সরকারকে সাহায্যের আশ্বাস রাজ্য বিজেপির ]

পাশাপাশি কলকাতা উত্তর কিংবা দক্ষিণ কেন্দ্রে আরেকটি জনসভা যাতে মোদি করেন সে বিষয়ে আর্জিও জানানো হয়েছে দলের রাজ্য শাখার তরফে। শুক্রবার এমনটা জানিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিকে, কলকাতার দু’টি কেন্দ্রে ভেটের আগে শহরে একটি রোড-শো করতে পারেন অমিত শাহ। ১৫, ১৬ কিংবা ১৭ মে রোড-শো হতে পারে বলে বিজেপির তরফে এদিন জানানো হয়েছে। দিন কয়েক আগে গুঞ্জন উঠেছিল, উত্তর ও দক্ষিণ কলকাতা  এবং যাদবপুর – এই তিন কেন্দ্রে হতে পারে মোদির রোড শো৷ তবে বিজেপি সূত্রে পাওয়া সাম্প্রতিক খবর অনুযায়ী, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড-শো করার কার্যত কোনও সম্ভাবনা নেই৷ 

The post প্রচারে শান দিতে কলকাতায় মোদির জনসভা, শাহর রোড শো চায় বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement