shono
Advertisement

Coronavirus Update: রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ

শুক্রবারও করোনায় মৃত্যুহীন বাংলা।
Posted: 08:31 PM Jun 03, 2022Updated: 08:56 PM Jun 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ। ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার করোনায় (Coronavirus) মৃত্যুহীন বাংলা।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। মোট পজিটিভ কেস ২০ লক্ষ ১৯ হাজার ৫৪৩। ধারা বজায় রেখে শুক্রবারও করোনা বঙ্গে প্রাণ কাড়েনি কারও। এখনও পর্যন্ত ভাইরাস প্রাণ কেড়েছে ২১ হাজার ২০৪ জনের। মৃত্যুহার ১.০৫ শতাংশ। বৃহস্পতিবারের মতো শুক্রবারও করোনাকে জয় করেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৭ হাজার ৯৬১ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

[আরও পড়ুন: মাধ্যমিকের খাতায় কুকথা, উত্তরপত্র বাতিল করে পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পর্ষদ]

২০২০ সালের মার্চ থেকে গোটা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনা। ভাইরাসকে সামাল দিতে নমুনা পরীক্ষার উপর বিশেষ জোর দেন বিশেষজ্ঞরা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সে কারণে নমুনা পরীক্ষায় কিছুটা আগ্রহ হারিয়েছেন সাধারণ মানুষ। শুক্রবার একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২৮৭। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৩৩ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি হার ০.৪১ শতাংশ। করোনা ঠেকাতে টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়েছে। একদিনে টিকাকরণ হয়েছে ৩৫ হাজার ৯৩৭ ডোজ। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৯ লক্ষ ৬৬ হাজার ৮৭০।

এদিকে, করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের সরকারকে চিঠি লিখে সতর্ক করা হল। করোনা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার বার্তা দেওয়া হয়েছে। কারও উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার ক্ষেত্রে ফের বিশেষ জোর দেওয়ার কথা উল্লেখ রয়েছে ওই চিঠিতে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতার দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

[আরও পড়ুন: ‘কেকে’র প্রতি বিদ্বেষ নেই, ওঁর পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী’, ভুল স্বীকার রূপঙ্করের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement