সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। মাঙ্কিপক্স আতঙ্কের মাঝে নতুন করে বাড়ছে উদ্বেগ। যদিও ধারা বজায় রেখে বুধবার করোনায় মৃত্যুহীন বাংলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি। তার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ৮৩২ জন। বুধবারেও করোনা (Coronavirus) বঙ্গে প্রাণ কাড়তে পারেনি কারও। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় বাংলায় প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ২০৫ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
[আরও পড়ুন: পিছল অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সময়, কখন রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা?]
ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ সকলের দুশ্চিন্তার পারদ বাড়াচ্ছে। তবে ভরসা জোগাচ্ছে সুস্থতা। কারণ, সংক্রমণের পাশাপাশি এদিন বাড়ল কোভিডজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৮ জন। যা মঙ্গলবারের তুলনায় সামান্য বেশি। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
২০২০ সালে কোভিড থাবা বসায় বিশ্বে। তার ফলে কার্যত অচল হয়ে গোটা বিশ্ব। বাংলাও তার ব্যতিক্রম নয়। সংক্রমণ ঠেকাতে সেই সময় দেশজুড়ে লকডাউন জারি করা হয়। চিকিৎসকেরা সেই সময় নমুনা পরীক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ৭৩ হাজার ৮০৭টি। পজিটিভিটি রেট ১.০৭ শতাংশ। করোনা মোকাবিলায় টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন মোট ৪২ হাজার ৬৬৮ ডোজ দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩০ লক্ষ ৪০ হাজার ৪৯টি।
এদিকে, ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের ফলে ডিজিসিএ (DGCA) একাধিক সতর্কতা জারি করেছে। বিমানবন্দরে ও বিমানে যাত্রীরা মাস্ক পরছে কিনা তা দেখবে সিআইএসএফ (CISF)। যাত্রীরা মাস্ক না পরলে তাঁদের বিমানে উঠতে দেওয়া হবে না। কেউ মাস্ক না পরে বিমানে উঠে পড়লেও তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে।