shono
Advertisement

Breaking News

এবার WhatsApp-এই পেয়ে যাবেন প্যান, আধার কার্ড, জেনে নিন পদ্ধতি

ব্যাপারটা কী?
Posted: 05:15 PM May 24, 2022Updated: 05:15 PM May 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সবাই এখন কমবেশি স্মার্টফোনে অভ্যস্ত। প্রায় সকলেই ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। টুক করে খোঁজ নিয়ে নেন প্রিয়জনের। কিন্তু জানেন কি এবার থেকে শুরু খোঁজখবর বা বার্তালাপই নয়, গুরুত্বপূর্ণ নথিও পেয়ে যাবেন WhatsApp থেকেই।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? WhatsApp-এর সঙ্গে কাজ করবে MyGov Helpdesk। এবার হোয়াটসঅ্যাপেই অ্যাকসেস করতে পারবেন ডিজি লকার। ফলে সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আধারকার্ড, প্যান কার্ড, গাড়ির লাইসেন্স-সহ যাবতীয় নথি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জীবনযাত্রা সহজ করার চেষ্টা করা হচ্ছে। এবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই সরকারি সুবিধা পাবেন সকলে।

[আরও পড়ুন: জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী, রাজারহাটে শুরু জ্যোতি বসু স্মারক তৈরির কাজ]

কিন্তু হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড করবেন প্যান-আধার?

১. প্রথমে আপনার ফোনে সেভ করতে হবে একটি নম্বর। সেটি হল ৯০১৩১৫১৫১৫।

২. সেভ করার পর ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। লিখবেন, ‘Namaste’, ‘Hi’ বা ‘Digilocker’।

৩. এরপরই ডিজি লকার হেল্প ডেস্কের তরফে আপনার কাছে একটি তালিকা পাঠানো হবে। সেখানে থাকবে কোন কোন পরিষেবা আপনি পেতে পাবেন।

৪. যে পরিষেবা আপনি চাইছেন, তালিকা থেকে বেছে নিতে হবে তার নম্বরটি।

ব্যস এরপরই ডিজি লকারের তরফে হোয়াটসঅ্যাপেই পাঠানো হবে আপনার প্রয়োজনীয় নথি। তবে হ্যাঁ, ডিজি লকার অ্যাপে যাদের নথি সেভ করা রয়েছে, কেবলমাত্র তারাই এই সুবিঘা পাবেন।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে মাইগভ হেল্পডেস্ক কাজ শুরু করেছে ২০২০ সাল অর্থাৎ করোনাকালে। সেই সময় করোনা সম্পর্কিত তথ্যের জন্য এটি ব্যবহার করা যেত। বুক করা যেত টিকাকরণের স্লট।

 

[আরও পড়ুন: SSC দুর্নীতির জের, সরকারি শিক্ষককে বিদায় প্রেমিকার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement