shono
Advertisement

‘যেখানে সব আশা শেষ, সেখানেই শুরু মোদি কি গ্যারান্টি’, বলছেন মোদি নিজেই

লোকসভায় 'মোদি কি গ্যারান্টি'ই কি নতুন প্রচার কৌশল বিজেপির?
Posted: 01:07 PM Dec 17, 2023Updated: 01:07 PM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সব আশা শেষ হয়ে যায়, সেখান থেকে শুরু হয় মোদি কি গ্যারান্টি। ফের নিজেকে ‘মসিহা’ হিসাবে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বোঝানোর চেষ্টা করলেন, যতদিন তাঁর গ্যারান্টি আছে, ততদিন হতাশার কোনও কারণ নেই।

Advertisement

শনিবার বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধনের মঞ্চে ভারচুয়ালি মোদি বলেন, “করোনা মহামারীর সময় দেশবাসীকে স্বস্তি দেওয়ার সবরকম চেষ্টা করছে সরকার। আমাদের সরকার গরিব মায়েদের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা দিয়েছে। গোটা দেশের জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছে। মানুষের দুয়ারে খাদ্যশস্য পৌঁছে দিয়েছে। যেখানেই সব আশা শেষ হয়, মোদি গ্যারান্টি শুরু হয়।”

[আরও পড়ুন: ১৭-২৩ ডিসেম্বরের Horoscope: কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, কেমন যাবে আগামী সপ্তাহ? জানুন রাশিফল]

মোদি কি গ্যারান্টি (Modi Ki Garantee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে ভোটের ময়দানে ব্যবহার করতে নতুন শব্দবন্ধ তৈরি করেছে বিজেপি। বলা ভালো এই নয়া শব্দবন্ধ ব্যবহার করা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল মোদি কি গ্যারান্টি। যা ভোটবাক্সে বিজেপিকে ভালো ডিভিডেন্টও দিয়েছে।

[আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠ, ভিন্ন পরিচয়ে ৬ বিয়ে কাশ্মীরি যুবকের! মিলল পাক যোগও]

এবার লোকসভাতেও বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে এই মোদি কি গ্যারান্টি, সেটা এদিন প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট। বস্তুত প্রত্যেক লোকসভার আগেই প্রধানমন্ত্রীর মুখকে নতুনভাবে ব্যবহার করার ট্রেন্ড শুরু করেছে বিজেপি। এবারেও মোদির বিশ্বাসযোগ্যতাকে হাতিয়ার করে মোদি কি গ্যারান্টিকে নতুন ব্র্যান্ড বানাতে চাইছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement