বিনামূল্যের রেশন নিতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে পাকিস্তানে মর্মান্তিক মৃত্যু অন্তত ১১ জনের

09:15 PM Mar 31, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। করাচিতে (Karachi) বিনামূল্যে রেশন সরবরাহের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। আহত বহু। মৃতরা নারী ও শিশু। এক পাক সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

Advertisement

ঠিুক কী হয়েছিল? শুক্রবার রেশন বিলির সময় আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তখনই ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে যান অনেকে। বহু নারী ও শিশুকে দেখা যায় অচেতন হয়ে পড়তে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ৮ জন নারী। রয়েছে ৩ শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

Advertising
Advertising

[আরও পড়ুন: ‘পাকিস্তানের নাগরিকরা কেউ সুখী নন, তাঁরা মানেন দেশভাগ ভুল ছিল’, মন্তব্য মোহন ভাগবতের]

জানা গিয়েছে, করাচির SITE তথা সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট অঞ্চলে একটি কারখানায় বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। খবর পেয়ে অনেকেই সেখানে হাজির হন। আর তখনই ঘটে যায় মর্মান্তিক ওই দুর্ঘটনা। এই ঘটনায় করাচি পুলিশ এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। আর্থিক সংকটে জেরবার পাকিস্তান (Pakistan)। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। তাঁদের অসহায়তা কোন পর্যায়ে পৌঁছেছে তা নতুন করে ফুটে উঠতে দেখা গেল ভাইরাল হওয়া দুর্ঘটনার ভিডিওয়।

[আরও পড়ুন: স্বজনহারারাই বোঝে মৃত্যুর বেদনা, ইন্দোরে মন্দির দুর্ঘটনায় মৃতদের অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারগুলির]

Advertisement
Next