সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্রেপ্তার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ ২ গ্যাংস্টার। তাদের মধ্যে একজন কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। হরিয়ানা পুলিশ এবং ভারতের গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করেছে বলে খবর। ধৃতদের নাম ভেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা। সূত্রের খবর, ইতিমধ্যেই তাদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
গোয়েন্দাদের একটি সূত্রের খবর, ভেঙ্কটেশ কপিল সাঙ্গওয়ান ওরফে নন্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত।সে হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা। তাকে জর্জিয়া থেকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। জানা গিয়েছে, গুরুগ্রামে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র এক নেতার হত্যাকাণ্ডে ভেঙ্কটেশের নাম জড়ায়। তারপরই সে জর্জিয়ায় পালিয়ে যায়। ভারতে তার বিরুদ্ধে ১০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ বলে চিহ্নিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেঙ্কটেশ দিল্লি, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে অপরাধ চক্র চালাত। এর পাশাপাশি সে তোলাবাজি চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে খবর।
অন্যদিকে, অমেরিকা থেকে গ্রেপ্তার হয়েছে ভানুও। সে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ছিল। তাঁর বাড়ি হরিয়ানার কারনালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবে গ্রেনেড হামলার সঙ্গে সে জড়িত ছিল। শুধু তাই নয়, ভারতেও বহু অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিদেশে বসে ভানু হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লিতে অপরাধ চক্র চালাত বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের খাতায় ভানুও ‘মোস্ট ওয়ান্টেড’ ছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বহুদিন ধরেই গোয়েন্দারা দুই গ্যাংস্টারকে খুঁজছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ভেঙ্কটেশ এবং ভানু দু'জনেই বিদেশে বসে ভারতে হামলার ছক করছিল বলে অভিযোগ। বর্তমানে তাদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
