shono
Advertisement
Mali

জেহাদ-জর্জর অশান্ত মালিতে অপহৃত ৫ ভারতীয়, নেপথ্যে আল কায়দা না ইসলামিক স্টেট?

দুই জঙ্গি গোষ্ঠীর দৌরাত্ম্যে অশান্ত পশ্চিম আফ্রিকার দেশটি।
Published By: Biswadip DeyPosted: 09:39 AM Nov 08, 2025Updated: 10:01 AM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার জেহাদ-জর্জর অশান্ত মালিতে অপহৃত ৫ ভারতীয়। বৃহস্পতিবার তাঁদের অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা যে সংস্থায় কর্মরত ছিলেন, তাদের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সেখানকার নিরাপত্তা বাহিনীর সূত্রেও জানানো হয়েছে অপহরণের অভিযোগ সত্যি।

Advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবার পশ্চিম মালির কোবরির কাছে সশস্ত্র আততায়ীরা ওই পাঁচ ভারতীয়কে অপহরণ করে। তাঁরা একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পে কাজ করতে এখানে এসেছিলেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এই অপহরণের দায়িত্ব নেয়নি। তবে মালিতে আল কায়দা এবং ইসলামিক স্টেট, দুই গোষ্ঠীরই মদতপুষ্ট জঙ্গিদের দাপাদাপি। ফলে দুই গোষ্ঠীর যে কেউই এমন কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

মালির শাসনভার এই মুহূর্তে জুন্টার হাতে। কিন্তু সেনার পক্ষে এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না অপরাধী চক্র ও জঙ্গিদের দৌরাত্ম্যে। বিদেশিদের অপহরণের ঘটনা এখানে নতুন নয়। ২০১২ সালে সংঘর্ষের বাতাবরণ শুরু হওয়ার পর থেকে মাঝে মাঝেই এমন ঘটনা ঘটেছে। আপাতত ওই সংস্থায় কর্মরত বাকি ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরই দুই আরব ও এক ইরানিকে অপহরণ করা হয়েছিল। গত সপ্তাহে তাঁদের মুক্তি দেওয়া হয় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। ওই অপহরণের নেপথ্যে ছিল জেএনআইএম জঙ্গি গোষ্ঠী। তারা আল কায়দার মদতপুষ্ট। এই ভারতীয়দের অপহরণের নেপথ্যেও কি তারাই? এখনও পর্যন্ত তা জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ চায় কিনা সেদিকেও নজর রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পশ্চিম আফ্রিকার মালিতে অপহৃত ৫ ভারতীয়। বৃহস্পতিবার তাঁদের অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
  • তাঁরা যে সংস্থায় কর্মরত ছিলেন, তাদের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে।
  • পাশাপাশি সেখানকার নিরাপত্তা বাহিনীর সূত্রেও জানানো হয়েছে অপহরণের অভিযোগ সত্যি।
Advertisement