shono
Advertisement
US Ban

ইরানের থেকে তেল কেনাও অপরাধ! এবার ৬ ভারতীয় কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা

একই 'অপরাধে' বিশ্বজুড়ে মোট ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।
Published By: Kishore GhoshPosted: 10:52 AM Jul 31, 2025Updated: 01:08 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই অবশ্য থামলেন না মোদির 'বন্ধু'। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার 'অপরাধে' ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাঁদের নেমে এসেছে খাঁড়ার ঘা।

Advertisement

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, "ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের জনগণের উপরেও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল, ইরানের আর্থিক শক্তি কমানো।" সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত হানতে চাইছে ট্রাম্প প্রশাসন। একই কারণে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনায় বিশ্বজুড়ে মোট ২০টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এর মধ্যে ভারতের ছয়টি কোম্পানিও রয়েছে।

প্রসঙ্গত, বুধবারই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে। ট্রম্প সাফ জানিয়ে দেন, রাশিয়া থেকে কমদামি তেল কেনার ‘সাজা’ হিসাবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুণতে হচ্ছে। ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে।’ ট্রাম্পের এই শুল্কবাণের পালটা বিবৃতি দেয় ভারতও। নয়াদিল্লি জানিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবারই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।
  • নয়াদিল্লি জানিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার।
Advertisement