shono
Advertisement

Breaking News

Indian in abroad

পিকনিকে যাওয়াই কাল, কানাডায় মাথায় গাছ ভেঙে মৃত্যু ভারতীয় তরুণীর!

গত সপ্তাহে কানাডায় খুন হয়েছিলেন আরও এক ভারতীয় পড়ুয়া।
Published By: Biswadip DeyPosted: 09:17 PM Dec 13, 2024Updated: 09:17 PM Dec 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কানাডায় মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার। নিহত তরুণীর বয়স ঋত্বিকা রাজপুত। ২২ বছরের ঋত্বিকা পাঞ্জাবের বাসিন্দা। কানাডা পুলিশ জানিয়েছে, গত ৭ ডিসেম্বর দুর্ঘটনা ঘটেছে। গত সপ্তাহে কানাডায় খুন হয়েছিলেন আরও এক ভারতীয় পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ঋত্বিকা রাজপুত বন্ধুদের সঙ্গে কেলওনাতে পিকনিক করতে গিয়েছিলেন। আচমকাই সেখানে ঝড় শুরু হয়। তাঁরা তখন একটি লেকের ধারে ছিলেন। পালিয়ে কোনও ছাউনির নিচে আশ্রয় নিতে চাইছিলেন তাঁরা। আচমকাই একটি গাছ ভেঙে পড়ে ওই তরুণীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সাম্প্রতিক সময়ে বিদেশে পাঠরত ও কর্মরত ভারতীয়দের মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে। এবার ঋত্বিকাও সেই তালিকার নতুন সংযোজন।

এদিকে শুক্রবারই লোকসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছিলেন, ২০২৩ সালে বিদেশে খুন হয়েছেন অথবা আক্রান্ত হয়েছেন ৮৬ জন ভারতীয়। যা বিগত বছরগুলির তুলনায় বেশি। ২০২২ সালে যেখানে ৫৭ এবং ২০২১ সালে ২৯ জনের মৃত্যু বা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল, সেই তুলনায় সংখ্যাটা গত বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সবথেকে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে আমেরিকায়। সেখানে আক্রান্ত ১২ জন। কানাডা, ব্রিটেন, সৌদি আরবে সংখ্যা একই- ১০।

এদিন সংসদে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ''বিদেশে ভারতীয়দের নিরাপত্তা ভারত সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা সতর্ক থাকি এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়। মামলাগুলি সঠিকভাবে তদন্ত করা হয় এবং দোষীদের শাস্তি দেওয়া হয়।'' সংশ্লিষ্ট দেশগুলির 'সর্বোচ্চ পর্যায়ে'র সঙ্গে বৈঠকের সময়ও এই ঘটনার উল্লেখ করা হয়। এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হয় বলেও জানিয়েছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের কানাডায় মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার। নিহত তরুণীর বয়স ঋত্বিকা রাজপুত।
  • ২২ বছরের ঋত্বিকা পাঞ্জাবের বাসিন্দা।
  • কানাডা পুলিশ জানিয়েছে, গত ৭ ডিসেম্বর দুর্ঘটনা ঘটেছে।
Advertisement