সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটনে এফবিআইয়ের পুরনো সদর দপ্তর স্থায়ী ভাবে বন্ধ করার কথা ঘোষণা করে দিলেন সংস্থার অধিকর্তা কাশ প্যাটেল। ১৯৭৫ সাল থেকে ওয়াশিংটনের জে এডগার হুভার বিল্ডিংয়ে এফবিআইয়ের কর্মকাণ্ড চলে আসছে। সেই ঠিকানাই এ বার বদল হচ্ছে। কাশ জানিয়েছেন, অধুনালুপ্ত আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট)-র দপ্তরেই এ বার থেকে এফবিআইয়ের কাজকর্ম হবে।
সমাজমাধ্যমে কাশ লিখেছেন বলেন, "২০ বছরেরও বেশি সময় ধরে ব্যর্থ প্রচেষ্টার পরে, আমরা এফবিআইয়ের হুভার সদর দফতর স্থায়ী ভাবে বন্ধ করে কর্মীদের একটি নিরাপদ, আধুনিক ভবনে স্থানান্তরিত করার পরিকল্পনা চূড়ান্ত করেছি।" তাঁর সংযোজন, "৫০০ কোটি ডলার দিয়ে এফবিআইয়ের নতুন দপ্তর তৈরি হওয়ার কথা ছিল। সেটা তৈরি হতে হতে ২০৩৫। আমরা ওই পরিকল্পনা বাতিল করে দিয়েছি। করদাতাদের টাকা বাঁচিয়েছি আমরা। একটা ভালো বিল্ডিং থাকতে কেন নতুন বিল্ডিংয়ের কী প্রয়োজন?"
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পরেই এফবিআইয়ের শীর্ষ পদে কাশকে নিয়ে এসেছিলেন। কিন্তু তার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই গোয়েন্দাকর্তা। এফবিআইয়ের অন্দরেও রাজনৈতিক টানাপড়েনে বহু জটিলতা তৈরি হয়েছে। চার্লি কার্ক হত্যার তদন্ত চলাকালীনও কাশের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি এপস্টিন ফাইল নিয়ে বিতর্কেও কাশের বিরুদ্ধে ট্রাম্পকে বাঁচানোর অভিযোগ উঠেছে।
