সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মধ্য আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায়। কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহতের সংখ্যা ১৯। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে বাসটি গুয়াতেমালায় সোলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ৭৫ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এর নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি যাত্রীবাহী বাস। সেতু থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ে বাসটি। মর্মান্তিক ওই ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, কোনওভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। ওই অবস্থায় একাধিক গাড়িকে ধাক্কা মারে সেটি। এর পর লোহার রেলিং ভেঙে সেটি নিচে একটি খালে গিয়ে পড়ে। নোংরা জলের ওই খালে বাসটির সামনের অংশ ডুবে যায়। সেই ঘটনার ১০ মাস ফের ঘটে গেল অঘটন।
