সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় পথ দুর্ঘটনায় (United States Car Crash) মৃত্যু হল ভারতীয় দম্পতির। দশ দিন আগেই সপরিবারের ছুটি কাটিয়ে তারা দেশ থেকে ফিরেছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের দুই সন্তান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, মৃতরা হলেন কৃষ্ণ কিশোর (৪৫) এবং আশা (৪০)। কৃষ্ণ পেশায় ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁদের বাড়ি অন্ধ্রপ্রদেশের পালাকোল্লুতে। দশ দিন আগেই তাঁর সেখান থেকে ছুটি কাটি আমেরিকায় ফিরেছিলেন। সম্প্রতি ওই দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। তখনই অপর একটি চারচাকার সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোর এবং আশার। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুই সন্তানকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসাপাতাল সূত্রে খবর, তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। দুর্ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে ভেঙে পড়েছে কৃষ্ণ এবং আশার পরিবার। সূত্রের খবর, তাঁদের দেহ ভারতে ফেরাতে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা। পরিবারের এক সদস্যের কথায়, "কয়েকদিন আগেই তাঁরা বাড়িতে এসেছিলেন। সবাই খুব খুশি ছিল। খবরটি শুনে আমরা মর্মাহত।"
