shono
Advertisement
UN report

তালিবানের রাগ আফগান উদ্বাস্তুদের উপর মেটাচ্ছে পাকিস্তান! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

শান্তি আলোচনা ব্যর্থ হতেই দাঁত-নখ বের করল পাকিস্তান।
Published By: Amit Kumar DasPosted: 07:30 PM Nov 08, 2025Updated: 07:30 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তি আলোচনা ব্যর্থ হতেই দাঁত-নখ বের করল পাকিস্তান। তালিবানের উপর রাগ মেটাতে আফগান উদ্বাস্তুদের উপর নির্যাতন শুরু করল ইসলামাবাদ। খোদ রাষ্ট্রসংঘের রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর সেই তথ্য। যেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানে থাকা আফগান উদ্বাস্তুদের ধরে ধরে জেলবন্দি করা হচ্ছে। গত এক সপ্তাহে এই গ্রেপ্তারি বেড়েছে ১৪৬ শতাংশ।

Advertisement

পাকিস্তানে থাকা আফগান উদ্বাস্তুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। যেখানে বলা হয়েছে, মাত্র এক সপ্তাহে পাক সরকার ৭,৭৬৪ জন আফগান নাগরিককে গ্রেপ্তার অথবা আটক করেছে। যা আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। সবচেয়ে বেশি গ্রেপ্তারি দেখা গিয়েছে বালোচিস্তানে। মোট গ্রেপ্তারির ৮৬ শতাংশ এখানেই হয়েছে।

প্রতিবেদনে বলে হয়েছে, ১ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে গ্রেপ্তার এবং আটকের সংখ্যা ১৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭৭ শতাংশ আফগান নাগরিক কার্ড (ACC) ধারক এবং অনথিভুক্ত আফগান উদ্বাস্তু নাগরিক, বাকি ২৩ শতাংশ প্রুফ অফ রেজিস্ট্রেশন (POR) কার্ডধারী উদ্বাস্তু। শুধু তাই নয় রিপোর্টে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ১ নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্রেপ্তার এবং আটকের ঘটনা ঘটেছে পাকিস্তানের চাগি, অ্যাটক এবং কোয়েটা জেলায়।

উল্লেখ্য, ডুরান্ড লাইনকে কেন্দ্র করে গত মাস থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে তালিবান ও পাকিস্তানের। যুদ্ধের জেরে দুই তরফেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। সংঘর্ষবিরতির লক্ষ্যে সম্প্রতি কাতারে বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। যদিও সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বের হয়নি। এই ডামাডোলের মাঝেই আফগান উদ্বাস্তুদের পাকিস্তান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল সেখানকার সরকার। এরইমাঝে শুরু হল উদ্বাস্তুদের উপর অকথ্য নির্যাতন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তালিবানের উপর রাগ মেটাতে আফগান উদ্বাস্তুদের উপর নির্যাতন শুরু করল ইসলামাবাদ।
  • খোদ রাষ্ট্রসংঘের রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর সেই তথ্য।
  • আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানে থাকা আফগান উদ্বাস্তুদের ধরে ধরে জেলবন্দি করা হচ্ছে।
Advertisement