সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝনদীতে নৌকা ডুবে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মৃত্যু হল ২৫ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ইয়োবে স্টেটে। দুর্ঘটনায় এখনও নিখোঁজ ১৪ জন। তাঁদের খোঁজে নদীতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, শনিবার রাতে জিগাওয়া স্টেটের আদিয়ানি শহর থেকে ইয়োবের গারবি শহরের উদ্দেশে রওনা দিয়েছিল নৌকাটি। নৌকায় ছিলেন ৫২ জন যাত্রী। যাদের বেশিরভাগই স্থানীয় কৃষক, জেলে ও ব্যবসায়ী। মাঝনদীতে নৌকায় জল ঢুকে ডুবে যায় সেটি। রাতের অন্ধকারে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয়েছে ২৫ জনের। নদী থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের দেহ। এখনও নিখোঁজ ১৪ জন। তাঁদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে নদীতে। চলছে উদ্ধারকাজ।
জিগাওয়া স্টেটের পুলিশের তরফে জানানো হয়েছে, নৌকাটিতে বড়সড় ফুটো ছিল আগে থেকেই। তা না সারিয়ে কোনওমতে জোড়াতালি দিয়ে যাত্রী তোলা হয় নৌকায়। এরপর মাঝনদীতে নৌকায় জল ঢুকে ডুবে যায় সেটি। পাশাপাশি রাতে ফেরি চলাচল নিষিদ্ধ হলেও নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল নৌকাটি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর প্রাণে বেঁচে গিয়েছেন অভিযুক্ত মাঝি। অভিযুক্ত মাঝিকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনার ঘটনা অবশ্য প্রথমবার নয়, নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা ছাড়াই নৌকা চালানোর জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে এখানে। সেপ্টেম্বরে, মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে অতিরিক্ত যাত্রীবাহী নৌকা ডুবে গেলে কমপক্ষে ৬০ জনের হয়েছিল।
