shono
Advertisement
Vietnam

ফিলিপিন্সকে তছনছ করে ভিয়েতনামে হানা করাল কালমেগির, অন্তত ২০০ জনের মৃত্যু

সর্বোচ্চ ১৪৯ কিমি গতিতে কালমেগি আছড়ে পড়ে ভিয়েতনামে।
Published By: Amit Kumar DasPosted: 09:08 PM Nov 07, 2025Updated: 09:08 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিলিপিন্সকে তছনছ করার পর এবার ভিয়েতনামে হানা দিল করাল কালমেগি। বৃহস্পতিবার মধ্য ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন। ঝড়ের দাপটে এখনও পর্যন্ত ভিয়েতনামে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ফিলিপিন্স ও ভিয়েতনামে কালমেগির জেরে এখনও পর্যন্ত প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement

ফিলিপিন্স ছাড়িয়ে গত বৃহস্পতিবার রাতে ভিয়েতনামে হানা দেয় টাইফুন। সর্বোচ্চ ১৪৯ কিমি গতিতে ঝড়টি আছড়ে পড়ে। ঝড়ের দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাক লাক ও গিয়া লাই প্রদেশে। শুক্রবার পর্যন্ত সেখানে ৫ জনের মৃত্যু ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভিয়েতনামের ৭টি শহর ও প্রদেশে ব্যাপক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে সরকার। পাশাপাশি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সরকারি স্থাপনা, ঘরবাড়ি। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে সমস্ত স্কুল ও অফিস। প্রাণহানি এড়াতে ৮ হাজারের বেশি মানুষকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জোরকদমে উদ্ধারকাজে নেমেছে সেনা। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ভিয়েতনাম সরকারের তরফে।

গত মঙ্গলবার ভোরে কালমেগির প্রকোপ শুরু হয় ফিলিপিন্সে। তারপর থেকে চলছে প্রবল বৃষ্টি। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। সেদেশের সবচেয়ে জনবহুল ও প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিবিসি সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১৮৮ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে ফিলিপিন্সে। যে সব ভিডিও ও ছবি দেখা যাচ্ছে তাতে বিপর্যয়ের মাত্রাটা বোঝা যাচ্ছে। বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাস্তা থেকে উড়ে দূরে গিয়ে পড়েছে গাড়ি! ঝড়ের সময় উদ্ধারকাজে নামা একটি সেনা কপ্টার আছড়ে পড়ে সেবুর দক্ষিণে। ভিতরে থাকা ৬ জনেরই মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফিলিপিন্সকে তছনছ করার পর এবার ভিয়েতনামে হানা দিল করাল কালমেগি।
  • বৃহস্পতিবার মধ্য ভিয়েতনামে আছড়ে পড়ে টাইফুন।
  • ঝড়ের দাপটে এখনও পর্যন্ত ভিয়েতনামে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement