shono
Advertisement
Bangladesh

'প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরবেন হাসিনা', চাঞ্চল্যকর দাবি আওয়ামি লিগ নেতার

হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ওই নেতা।
Published By: Anwesha AdhikaryPosted: 05:48 PM Mar 13, 2025Updated: 05:48 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। চাঞ্চল্যকর দাবি করলেন আওয়ামি লিগের নেতা ডঃ রাব্বি আলম। তাঁর কথায়, দ্রুতই প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন হাসিনা। তাঁকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন রাব্বি। উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকেই ভারতে রয়েছেন মুজিবকন্যা।

Advertisement

ডঃ রাব্বি আলম আমেরিকার আওয়ামি লিগের ভাইস প্রেসিডেন্ট। সংবাদসংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বাংলাদেশের উপদেষ্টাকে বলতে চাই, যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরছেন। আসলে যুবসমাজ একটা ভুল করে ফেলেছে। তবে ওদের দোষ নয়। যুবসমাজের মগজধোলাই করা হয়েছে।" দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রাব্বি। তাঁর কথায়, হামলা চলছে বাংলাদেশের উপর। তাই আন্তর্জাতিক মহলের উচিত বাংলাদেশে হস্তক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলা করা।

রাব্বির মতে, "রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে। কিন্তু বাংলাদেশে যা হচ্ছে সেটা অভ্যুত্থান নয়। আসলে জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। সেজন্য ভারত সরকারকে ধন্যবাদ, কারণ তাঁরা আমাদের আশ্রয় দিয়েছেন।" বাংলাদেশ থেকে নিরাপদে হাসিনাকে বের করে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন। আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন মুজিবকন্যা তথা আওয়ামি লিগের নেত্রী। তাঁর এবং তৎকালীন আওয়ামি লিগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর তা করে নোবেলজয়ী অর্থনীতিক মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফেরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডঃ রাব্বি আলম আমেরিকার আওয়ামি লিগের ভাইস প্রেসিডেন্ট।
  • বাংলাদেশ থেকে নিরাপদে হাসিনাকে বের করে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
  • গত ৫ আগস্ট দেশে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন।
Advertisement