সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক অমিত চক্রবর্তীও। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলল আমেরিকা (US)। জানিয়ে দিল, তারা বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয়।
প্রসঙ্গত, বুধবার অভিযুক্তদের ৭ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ইউএপিএ (UAPA) ধারায় অভিযুক্ত দুজনই। গতকাল, মঙ্গলবারই নিউজক্লিকের দপ্তর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর রাতে গ্রেপ্তার করা হয় প্রবীর ও অমিতকে। এই পরিস্থিতিতে মঙ্গলবারই সাংবাদিকদের মুখোমুখি হন আমেরিকার সহকারী মুখ্য মুখপাত্র বেদান্ত প্যাটেল। তাঁকে বলতে শোনা যায়, ”আমরা বিষয়টি সম্পর্কে অবগত। সংবাদ প্রতিবেদন দেখেছি পত্রিকাটির সঙ্গে চিনের যোগসাজশ নিয়ে। কিন্তু এই ধরনের অভিযোগের সত্যতা নিয়ে আমরা কিছু বলতে চাই না।”
[আরও পড়ুন: রাজ্যজুড়ে ডেঙ্গুর দাপট অব্যাহত, দক্ষিণ দমদমে মৃত্যু প্রৌঢ়ার, বড়ঞায় প্রাণ গেল যুবকের]
প্রসঙ্গত কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন ধনকুবের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে মগজ ধোলাইয়ের কাজ করছে বেজিং। দিল্লিতে নিউজক্লিক নামের একটি সংবাদ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়া হয়েছিল। ওই ওয়েবসাইটের প্রতিবেদনগুলিতে চিনা সরকারের হয়ে কথা বলা হয়েছে। ভারতের তদন্তকারী সংস্থাগুলি সিংহম এবং নিউজক্লিকের মধ্যে যোগ খতিয়ে দেখতে শুরু করে। ইডির দাবি, চিনের কাছ থেকে ৩৮ কোটি টাকা নিয়েছে ওই সংস্থা। এদিকে চিনা দূতাবাসের তরফে এই গ্রেপ্তারির তীব্র নিন্দা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।