সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে লিয়োটোবি পর্বতের ‘লাকি লাকি’ আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাইয়ের কুণ্ডলী প্রায় ১১ কিমি সুউচ্চ মেঘের স্তম্ভ তৈরি করেছে। যদিও হতাহতের খবর নেই। এই ঘটনায় সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে কমবেশি আতঙ্ক ছড়িয়েছে। শঙ্কিত সেদেশে ঘুরতে যাওয়া ভারতীয়রাও। অগ্ন্যুৎপাতের জেরে ইতিমধ্যে ভারত থেকে বালিগামী একাধিক উড়ান বাতিল হয়েছে। মোট বাতিল হওয়া বিমান একশোর বেশি।
ইন্দোনেশিয়ার বালি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। যদিও মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে লিয়োটোবি পর্বতের ‘লাকি লাকি’ আগ্নেয়গিরিটি হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাব পড়ছে পর্যটনে। নিরাপত্তার খাতিরে ওই পার্বত্য এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগ্নেয়গিরির ৭ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ এখন নিষিদ্ধ। এর ফলে বিভিন্ন দেশের শতাধিক উড়ান বাতিল হয়েছে।
দেশের ট্যুর অপরেটরদের বক্তব্য, আপাতত বালি ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভালো। কারণ এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থা সতর্কতার বিষয়টি মাথায় রেখেই তাদের উড়ান বাতিল করেছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অবস্থা স্বাভাবিক হলে ফের বিমান পরিষেবা স্বাভাবিক হবে।
