shono
Advertisement
Jakarta

জাকার্তার মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! প্রার্থনার সময় ঝলসে আহত বহু

আহতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা।
Published By: Anustup Roy BarmanPosted: 04:34 PM Nov 07, 2025Updated: 04:35 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে ভয়াবহ বিস্ফোরণ স্কুল চত্তরে। ইন্দোনেশিয়ায় স্কুলের মসজিদের বিস্ফোরণে আহত ৫৪ জন। ঘটনাটি ঘটেছে রাজধানী জাকার্তায়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

Advertisement

জানা গিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গ্যাডিং এলাকায় একটি স্কুলের কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদে দুপুর ১২.৩০ টা নাগাদ বিস্ফোরণগুলি ঘটে। সেই সময় মসজিদে নামাজ পড়া চলছিল। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা। এলাকা ঘিরে ফেলা হয়। নামাজ পড়তে আসা প্রায় ৫৪ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রার্থনার জায়গা ঘিরে রেখেছে পুলিশ।

জাকার্তার পুলিশ প্রধান আসেপ ইদি জানিয়েছেন, নামাজ পরতে আসা অনেকেই আগুনে ঝলসে গিয়েছেন। এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরণের ক্ষত দেখা গিয়েছে আহতদের শরীরে। এর মধ্যে বেশ করেকজনের অবস্থা আশঙ্কাজনক। কী ভাবে বিস্ফোরণ হল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। পুলিশ প্রধান আসেপ ইদি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা গিয়েছে মসজিদটির বিশেষ ক্ষতি হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ বিস্ফোরণ স্কুল চত্তরে।
  • স্কুলের মসজিদের বিস্ফোরণে আহত ৫৪ জন।
  • বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
Advertisement