সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের কেন্দ্রে বাংলাদেশ। এবার হাফিজ সইদের পরিকল্পনার কেন্দ্রে ইউনুসের বাংলাদেশ। জানা গিয়েছে, লস্কর-ই-তৈবা (এলইটি) প্রধান হাফিজ সইদ বাংলাদেশের মাধ্যমে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করছেন। তার এক ঘনিষ্ঠ সহযোগীকে সেখানে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।
সম্প্রতি, এক জনসভায় এই খবর জানিয়েছেন সইদের এক সহযোগী। জানা গিয়েছে, হাফিজ সইদ তার এক সহযোগীকে বাংলাদেশে পাঠিয়েছেন। সেখানে জেহাদের নামে স্থানীয় যুবকদের উস্কানি দিচ্ছেন। পাশাপাশি তাদের সন্ত্রাসের প্রশিক্ষণ দিচ্ছেন বলেও জানা গিয়েছে।
পাকিস্তানের খায়েরপুর তামেওয়ালিতে একটি জনসভায় লস্কর নেতা সইফুল্লা সইফ সরাসরি ভারতের বিরুদ্ধে জেহাদের কথা বলেছেন। সইফ বলেছে, 'বাংলাদেশে আমাদের লোকেরা কাজ করছে। ভারতকে আক্রমণ করতে প্রস্তুত।' তিনি আরও বলেন, 'আল্লামা ইবতিসাম এলাহি জহির বাংলাদেশে গিয়েছিলেন। তিনি কাশ্মীর এবং সেই বাংলার (বাংলাদেশ) কথা বলেন যা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।'
জনসভায় সকলের সামনে সইফ বলেন, 'জহির কাশ্মীর এবং প্যালেস্টাইনের বিষয়ে কথা বলছেন। এর ফলে ভারত চাপে পড়ছে।' ভিডিওতে দেখা গিয়েছে, জনসভা থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলেছেন ওই জঙ্গি নেতা। এখানেই না থেমে অপারেশন সিঁদুরকে পাকিস্তানের জয় বলেন তিনি।
দিল্লির তরফে বার বার হাফিজ সইদের প্রত্যর্পণের দাবি জানালেও তা এখনও কার্যকর হয়নি। জানা গিয়েছে, ৭৮ বছরের সাজা পেয়ে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন সইদ। যদিও, জেল থেকেই তিনি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানা গিয়েছে। এর পিছনে পাকিস্তানের সেনা এবং রাজনৈতিক নেতৃত্বের মদত রয়েছে বলেও অভিযোগ।
