সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে শেষে নদীপথে ফিরছিলেন বরযাত্রীর দল। ঘরে ফেরা হল না তাঁদের। গভীর জলে তলিয়ে গেল নৌকো। মৃত্যু হল ১০৩ জন যাত্রীর। ভয়বহ দুর্ঘটনা ঘটেছে আফ্রিকার (Africa) দেশ নাইজেরিয়ায় (Nigeria)। দুর্ঘটনার একাধিক কারণ অনুমান করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি, বর্ষার মরসুমে ব্যাপক বৃষ্টিপাতের কারণেও নৌকাডুবি হতে পারে। তবে এখনও সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কাওয়ারা রাজ্যে। পাশের রাজ্য নাইজার থেকে যাত্রী বোঝাই নৌকোটি নদী পার হচ্ছিল। অধিকাংশই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা বরযাত্রী। হইচই করে ফেরার পথে ডুবে যায় নৌকো। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নৌকোডুবিতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। উদ্ধারকাজ এখনও চলছে। এক বিবৃতিতে কাওয়ারা গভর্নরের অফিস বলেছে, “নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। ওই নৌকোতে ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন। স্থানগুলি পাতিগি জেলায় অবস্থিত।”