সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবানলে (Wildfire) বিধ্বস্ত পশ্চিম কানাডার (Canada) অ্যালবার্টা প্রদেশ। রেকর্ড তাপমাত্রায় গত এক সপ্তাহ ধরে পুড়ছে ওই অঞ্চল। আর তারই ফলশ্রুতি এই দাবানল। যার জেরে ঘরছাড়া ২৪ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে শনিবার থেকেই অ্যালবার্টায় জরুরু অবস্থা জারি করল প্রশাসন।
জানা যাচ্ছে, সেখানকার অন্তত ১১০টি এলাকায় আগুন লেগেছে। এর মধ্যে ৩৬টি স্থানে আগুন নিয়ন্ত্রণেই আনা যায়নি। ফলে দমকলকর্মীদের পড়তে হয়েছে বড় চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রেড রিভার ক্রি নেশন এলাকা। প্রায় ২০টি বাড়ি ও স্থানীয় থানা পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনে।
[আরও পড়ুন: কর্ণাটকের সর্বশেষ জনমত সমীক্ষায় কঠিন লড়াইয়ের ইঙ্গিত, কে এগিয়ে?]
যদিও কানাডার ওই অঞ্চলে দাবানল প্রতি বছরই দেখা যায়। বিশেষত শুকনো গ্রীষ্মের দাপটে জঙ্গলে মাইলের পর মাইল ধরে জ্বলতে থাকা আগুন কোনও বিরল ব্যাপার নয়। তবে এবারকার পরিস্থিতি গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি ভয়ংকর। যেভাবে আগুন ছড়িয়েছে তাতে আতঙ্ক ক্রমেই বাড়ছে। এরই পাশাপাশি ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দেখা দিয়েছে বন্যা। বরফ গলার কারণেই নদীর উপচে পড়া জলে এই অবস্থা। এর মধ্যে আতঙ্ক আরও বাড়াচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস।