shono
Advertisement
Muhammad Yunus

'খেলা দেখার দিন শেষ, এখন নিজেরা খেলব', নিউ ইয়র্কে দাঁড়িয়ে বললেন ইউনুস

ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোটে প্রবাসীদের সমর্থন পেতে মরিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান।
Published By: Sucheta SenguptaPosted: 01:51 PM Sep 28, 2025Updated: 05:29 PM Sep 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে 'পাকিস্তানি' তকমা জুটেছিল। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ। আর তারপরই তাঁদের কাছে টানতে মরিয়া হয়ে উঠলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নিউ ইয়র্কে শনিবার ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব - এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ। আমরা এখন নিজেরা খেলব।”

Advertisement

২০২৪ সালে জুলাই বিপ্লবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তারপর আপাতত সে দেশের অন্তর্বর্তী সরকার চলছে। তার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। তাঁর শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে বলে অভিযোগ। এছাড়া নানা দিক থেকেই সমালোচিত ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে নিউ ইয়র্কের পথে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। তা সামলাতেই এবার দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নিউ ইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে তিনি বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। রেমিটেন্সে ২১ শতাংশের বেশি বৃদ্ধিতে অবদান রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশিক চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত-ই-ইসলামির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'খেলা দেখার দিন শেষ, এখন নিজেরা খেলব', বললেন মহম্মদ ইউনুস।
  • নিউ ইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
Advertisement