shono
Advertisement
China

বাণিজ্যযুদ্ধে প্রত্যাঘাত! মার্কিন পণ্যে শুল্ক চাপাল মারমুখী চিন, একই পথে কানাডা-মেক্সিকো

মার্কিন পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক চাপাল চিন।
Published By: Amit Kumar DasPosted: 03:13 PM Mar 04, 2025Updated: 04:02 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে 'টিট ফর ট্যাট' নীতি চিনের! সম্প্রতি চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা করেছিল আমেরিকা। পালটা এবার মার্কিন পণ্যের উপর শুল্ক চাপাল বেজিং ও কানাডা। পাশাপাশি আমেরিকার উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকোও। সব মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে নিঃশব্দে 'বাণিজ্যযুদ্ধ'-এ নামল চিন, কানাডা ও মেক্সিকো।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন নীতিতে বিরাট রদবদল এনেছেন। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপায়, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও এবং এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ট্রাম্প। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। পাশাপাশি ১০ শতাংশ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানো হয় চিনা পণ্যের উপর। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই নয়া শুল্ক হার। আমেরিকার এই নিয়ম কার্যকর হওয়ার দিনেই প্রত্যাঘাত দিতে দেখা গেল চিন ও কানাডাকে।

মার্কিন ১০ শতাংশ শুল্কের পালটা মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে মার্কিন পণ্যের উপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে চিনের তরফে। আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে এই নয়া নীতি। যেখানে, মার্কিন পণ্য চিনে বিক্রি করতে গেলে খরচ করতে হবে বাড়তি অর্থ। তবে মার্কিন পণ্যের উপর চিনের আমদানি শুল্ক বৃদ্ধির ঘটনা নতুন কিছু নয়। এর আগে আমেরিকা থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর ১০ শতাংশ ও অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম, বড় গাড়িতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এবার নতুন করে বেশ কিছু পণ্যে বাড়ানো হয়েছে শুল্ক। বেজিংয়ের বিবৃতি অনুযায়ী, শূকরের মাংস সোয়াবিন-সহ বহু পণ্যে ১০ শতাংশ এবং ১৫ শতাংশ শুল্ক চাপান হয়েছে মুরগির মাংস, গম, ভুট্টা-সহ বহু সামগ্রীতে। অন্যদিকে, কানাডা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকার উপর। পিছয়ে নেই মেক্সিকো। তাদের তরফে বড়সড় শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার বিরুদ্ধে 'টিট ফর ট্যাট' নীতি চিন!
  • মার্কিন পণ্যের উপর শুল্ক চাপাল বেজিং ও কানাডা।
  • আমেরিকার উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকোও।
Advertisement