সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমিউনিস্ট ‘চিন’ এবার হাত বাড়াচ্ছে লাতিন আমেরিকার দিকেও। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, লাতিন আমেরিকার দেশগুলিতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে ড্রাগন। ওয়াশিংটন কেন্দ্রিক থিঙ্ক ট্যাঙ্ক সিকিওর ফ্রি সোসাইটি এক রিপোর্টে জানিয়েছে, এই চিনা আগ্রাসন এখনই না রুখলে ভবিষ্যতে আমেরিকার সার্বিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে।
[যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পেতে দেহ বিক্রিতে বাধ্য হচ্ছেন মহিলারা]
‘দ্য ড্রাগন অ্যান্ড দ্য কনডর’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার উপর চিনা অর্থনীতির একটা প্রত্যক্ষ প্রভাব তো রয়েছেই, এখন আবার লাতিন আমেরিকার দেশগুলির অভ্যন্তরীণ প্রতিরক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করছে বেজিং। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। এবং সামগ্রিক মার্কিন মুলুকের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। শুধু তাই নয়, লাতিন আমেরিকার মাটিতে এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে চিনা গোয়েন্দা ও চররা। মেক্সিকো ও ক্যারাবিয়ান দেশগুলিতে চিনের বাড়বাড়ন্ত নিয়ে মার্কিন সাদার্ন কমান্ড (সাউথকম) রিপোর্টও পেশ করেছে ট্রাম্পের টেবিলে।
মার্কিন গোয়েন্দাদের এই আশঙ্কা অবশ্য অমূলক নয়। এমনিতেই মার্কিন মুলুক এখন চিন আতঙ্কে কাঁটা! মার্কিন অর্থনীতি চিনের হাতে বেদম মার খাচ্ছে বলে সরব হয়েছেন ব্যবসায়ীদের একাংশ। শুধু অর্থনীতি নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও বেজিং জুজু দেখছে সিআইএ। গোয়েন্দাদের আশঙ্কা, মিলিটারির খুঁটিনাটি তথ্য দেদার পাচার হয়ে যাচ্ছে চিনে। এই শতাব্দীতে যুদ্ধ হলে সেটা মাটিতে নয়, হবে সাইবার বা কর্পোরেট জগতে। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, মার্কিন কর্পোরেট জগতে ধস নামাতে কোমর বেঁধে নামছে চিন। ওই ‘হামলা’ ঠেকাতে ঘুঁটি সাজাচ্ছে আমেরিকাও। সাউথকম-এর রিপোর্ট মোতাবেক, কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করে বেজিংয়ের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (OBOR) উদ্যোগেরই একটি অংশ লাতিন আমেরিকায় চিনা দাদাগিরি। এই OBOR প্রকল্প আমেরিকার পক্ষে বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা। ইউএস প্যাসিফিক কমান্ড চিন ও নিউজিল্যান্ড-সহ বেশ কয়েকটি দেশে মার্কিন সেনার নিয়ন্ত্রক গোষ্ঠী। তারাও এবার সতর্ক করে দিয়েছে, আমেরিকাকে চারদিক থেকে ঘিরে ফেলে হামলা করতে দ্রুতই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন।
[হার মানবে রবিনসন স্ট্রিটের ঘটনাও, তিরিশ বছর মায়ের কঙ্কাল আগলে মেয়ে]
The post লাতিন আমেরিকায় আগ্রাসন বাড়াচ্ছে চিন, সতর্ক মার্কিন গোয়েন্দারা appeared first on Sangbad Pratidin.
