সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ‘ড্রাগনের’ উপর ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ নভেম্বর থেকেই তা লাগু হওয়ার কথা। আর এর মধ্যেই ফের তা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। পরিষ্কার জানালেন, তিনি চিনের সঙ্গে খারাপ আচরণ করতে চান না। কিন্তু বেজিং বছরের পর বছর ধরে আমেরিকার প্রতি রূঢ় আচরণই করেছে।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি চিনের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই। কিন্তু চিন বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে খুব রূঢ় আচরণ করে গিয়েছে। আসলে আমাদের এমন সব প্রেসিডেন্ট ছিলেন যাঁরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমান ছিলেন না। তাঁরা চিন এবং অন্যান্য দেশগুলিকে আমাদের থেকে সুবিধা নিতে দিয়েছে।'' সেই সঙ্গেই ট্রাম্প উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাঁদের বাণিজ্য চুক্তিগুলির সময় শুল্কের বিষয়টিও আলোচিত হয়েছিল।যা তিনি জাতীয় স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে খনিজ চুক্তি সাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই চিন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে চিন শুল্ক বাবদ আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে। তাদের উপর শুল্কের হার ৫৫ শতাংশ। তবে এটাই শেষ নয়, দুই দেশের মধ্যে যদি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হয় সেক্ষেত্রে নভেম্বর থেকে ওদের ১৫৫ শতাংশ শুল্ক দিতে হবে।” একইসঙ্গে ট্রাম্প বলেন, “আশা করব আমাদের এই কড়া পদক্ষেপ করতে হবে না। তার আগেই প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারব।” এদিন ফের এই প্রসঙ্গে মুখ খুলে ট্রাম্প বুঝিয়ে দিলেন, তিনি এই পরিস্থিতি থেকে কোনওভাবেই পিছু হটার কথা ভাবছেন না।
