shono
Advertisement
Volodymyr Zelenskyy

কমলা রঙের রাগ! ভোটে ট্রাম্প-বিরোধী ছিলেন জেলেনস্কি? ভান্সের অভিযোগে শোরগোল

মার্কিন ভোটের আগে গত বছর ২২ সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় সফর করেন জেলেনস্কি।
Published By: Kishore GhoshPosted: 05:27 PM Mar 01, 2025Updated: 05:32 PM Mar 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমলা রঙের রাগ! তার জেরেই কি ভেস্তে গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক? উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরোধী শিবিরে ছিলেন জেলেনস্কি। অর্থাৎ কমলা হ্যারিসের পক্ষে ছিলেন তিনি। এই বক্তব্যের সত্যতা কতখানি?

Advertisement

মার্কিন নির্বাচনে রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। শুক্রবার ভান্স জানান, ভোটে কমলার হয়ে প্রচার করেছেন জেলেনস্কি। যদিও তথ্য বলছে গত বছর ২২ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার সফরে জেলেনস্কির সঙ্গে যেমন ছিলেন পেনসিলভানিয়ার তৎকালীন গভর্নর তথা ডেমোক্র্যাটিক পার্টির নেতা জোশ শাপিরো এবং ওই দলেরই সেনেটর বব ক্যাসি। তেমনই ছিলেন রিপাবলিকান নেতা ম্যাট কার্টরাইটও। সেবার পেনসিলভানিয়ায় ‘স্ক্র্যান্টন আর্মি অ্যাম্যুনিশন প্ল্যান্ট’ পরিদর্শন করতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে বাইডেন আমলে ঢালাও মার্কিন সমর্থন পেয়েছিলেন জেলেনস্কি। এবারেও পেন্টাগনের সামরিক সহয়তা চাইতে আমেরিকা সফরে গিয়েছিলেন তিনি। যদিও সরাসরি কোনও দল বা নেতাকে সমর্থন করেননি তিনি। ওই সফরে ২৬ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাইডেন এবং কমলার সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছিলেন জেলেনস্কি। পরদিন ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। অর্থাৎ, প্রকাশ্যে কূটনৈতিক ভারসাম্য রেখে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর পরেও গঞ্জনার মুখে পড়লেন তিনি।

প্রসঙ্গত, বিরল খনিজ নিয়ে চুক্তি মাথায় উঠেছে ইউক্রেন-আমেরিকার। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েও ট্রাম্প ও জেলেনস্কি একে অপরকে বাঁকা কথা ছুড়ে দেন। এমনকী এক সময় জেলেনস্কি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এই বৈঠক নিয়ে গোটা দুনিয়ায় শোরগোল চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন নির্বাচনে রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন কমলা হ্যারিস।
  • রাশিয়ার সঙ্গে যুদ্ধে বাইডেন আমলে ঢালাও মার্কিন সমর্থন পেয়েছিলেন জেলেনস্কি।
  • বিরল খনিজ নিয়ে চুক্তি মাথায় উঠেছে ইউক্রেন-আমেরিকার।
Advertisement