shono
Advertisement
Donald Trump

বরখাস্ত মার্কিন সেনার কৃষ্ণাঙ্গ সর্বাধিনায়ক, কেন ট্রাম্পের কোপে জেনারেল ব্রাউন?

অবসর ভেঙে সেনাকর্তা হলেন ট্রাম্প ঘনিষ্ঠ জেনারেল ড্যান কেইন।
Published By: Kishore GhoshPosted: 03:20 PM Feb 23, 2025Updated: 03:20 PM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই বিভিন্ন দপ্তরে পছন্দের লোক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছেঁটে ফেলেছেন অপছন্দের আধিকারিকদের। এই বিষয়ে সেনাও বাদ গেল না। ট্রাম্পের নির্দেশে আমেরিকার সেনা সর্বাধিনায়কের পদ থেকে সরানো হল জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে! আমেরিকার ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সেনা সর্বাধিনায়ক তিনি। 'বর্ণবিদ্বেষ বিতর্কে'র আমেরিকায় ব্রাউন বরখাস্ত হওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

Advertisement

আমেরিকায় সেনা সর্বাধিনায়কের পদের পোশাকি নাম 'চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ'। সেই পদে এবার বসছেন ট্রাম্প ঘনিষ্ঠ বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন। অবসর ভাঙিয়ে ফেরানো হচ্ছে তাঁকে। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রথম বারের মেয়াদে ইরাক-সহ পশ্চিম এশিয়ার দায়িত্বে ছিলেন জেনারেল কেইন। সেনা সর্বাধিনায়ক বদলের কথা সমাজমাধ্যমে নিজেই জানান ট্রাম্প। কাছের মানুষকে প্রশংসায় ভরিয়ে লেখেন, "জেনারেল কেইন একজন দক্ষ পাইলট, তিনি নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং যুদ্ধবাজ। তাঁর অভিজ্ঞতা বিপুল।"

কিছুদিন আগেই ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জেনারেল ব্রাউনকে মার্কিন সেনার সর্বোচ্চ পদ থেকে সরানোর পক্ষে সওয়াল করেছিলেন। তিনি সরাসরি বলেছিলেন, "ওঁকে বরখাস্ত করা উচিত।" বাস্তবেই চাকরি হারালেন মার্কিন সেনার কৃষ্ণাঙ্গ জেনারেল। বিরোধীরা কৃষ্ণাঙ্গ সেনা আধিকারিকের ছাঁটাই নিয়ে প্রশ্ন তুললেও পেন্টাগনের তরফে বলা হচ্ছে, ব্রাউনের পাশাপাশি আরও দুই সামরিক কর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকায় সেনা সর্বাধিনায়কের পদটি হল চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ।
  • কদিন আগে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সরাসরি বলেন, "ওঁকে বরখাস্ত করা উচিত।"
Advertisement