shono
Advertisement
Donald Trump

সোমালিয়ায় বিমান হানা, 'খুঁজে বের করে মারব', আইএস জঙ্গিদের হুঁশিয়ারি ট্রাম্পের

সোমালিয়ায় লুকিয়ে রয়েছে আইএসের কুখ্যাত কমান্ডার, দাবি ট্রাম্পের।
Published By: Anwesha AdhikaryPosted: 09:20 AM Feb 03, 2025Updated: 01:13 PM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশ মেনে হামলা চালানোও হয়েছে। শনিবার ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে এবিষয়ে একটি পোস্ট করেন। বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। পোস্টে তিনি ব্যাখ্যা দেন, সোমালিয়ায় লুকিয়ে রয়েছে ইসলামিক (আইএস) একজন স্টেটের কুখ্যাত পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য। তাদের নির্মূলের উদ্দেশ্যে এ হামলার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

Advertisement

ট্রাম্প বলেন, 'এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। এসব হামলায় ওই গুহাগুলোই ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক জঙ্গিকে হত্যা করা হয়েছে।' তবে বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। ট্রাম্পও সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারও নাম বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প তাঁর পোস্টে আরও লেখেন, 'আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে, তাদের জন্য স্পষ্ট বার্তা, আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব।'

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, গোলিস পর্বতে এই হামলা চালানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অসংখ্য জঙ্গি সদস্য নিহত হয়েছেন। তবে কোনও অসামরিক ব্যক্তি এই হামলায় হতাহত হননি। সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদকে এই বিমান হামলার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়েছিল। কার্যালয়ের বার্তায় উল্লেখ করা হয়, তিনি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলস সমর্থন জোগানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেসিডেন্ট হাসান বলেন, 'জঙ্গিবিরোধী উদ্যোগে আপনার (ট্রাম্পের) সাহসী ও পরিকল্পিত নেতৃত্বে আমরা বিশেষ কৃতজ্ঞ ও ধন্য।' উল্লেখ্য, সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরেই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় প্রশাসনই এসব হামলা চালিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
  • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, গোলিস পর্বতে এই হামলা চালানো হয়।
  • সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরেই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় প্রশাসনই এসব হামলা চালিয়েছে।
Advertisement