shono
Advertisement
Donald Trump

করছাড়ের বিশেষ সুবিধা প্রত্যাহার! হার্ভার্ডের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথে ট্রাম্প

হার্ভার্ডকে রাজনৈতিক সংগঠন হিসাবে কর দিতে হবে! ট্রাম্পের মন্তব্যে জল্পনা।
Published By: Anwesha AdhikaryPosted: 08:32 AM Apr 17, 2025Updated: 08:32 AM Apr 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে এবার আরও কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশাল মিডিয়ায় জানান, এতদিন বিশেষ করছাড় পেত হার্ভার্ড। এবার থেকে তা বন্ধ করা হতে পারে। সেই সঙ্গে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়কে স্রেফ রাজনৈতিক সংগঠন বলে বিবেচনা করে হার্ভার্ডের উপর নতুন করে কর বসানো হতে পারে। এখনও এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, হার্ভার্ডের বিশেষ সুবিধা ছাঁটার প্রক্রিয়া শুরু করে ফেলেছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট সূত্রের খবর, ইতিমধ্যেই আমেরিকার ইন্টারনাল রেভেনিউ সার্ভিসের সঙ্গে আলোচনায় বসেছে প্রশাসন। মার্কিন নিয়ম অনুযায়ী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 'ট্যাক্স এক্সেম্পট স্টেটাস' দেওয়া হয়। মূলত জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানই এই বিশেষ তকমা পায়। এই প্রতিষ্ঠানগুলিকে আয়কর দিতে হয় না। এই 'ট্যাক্স এক্সেম্পট স্টেটাস' রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরও। কিন্তু এবার তা প্রত্যাহার করার পক্ষে জোর সওয়াল করছেন ট্রাম্প।

বুধবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, 'এবার হয়তো 'ট্যাক্স এক্সেম্পট স্টেটাস' হারিয়ে ফেলবে হার্ভার্ড। যেভাবে জঙ্গি অনুপ্রাণিত রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে তা যদি চালিয়ে যায় তবে হার্ভার্ডকে রাজনৈতিক সংগঠন হিসাবে কর দিতে হবে। মনে রাখতে হবে, জনস্বার্থে কাজ করলে তবেই 'ট্যাক্স এক্সেম্পট স্টেটাস' মেলে।' ট্রাম্পের এই মন্তব্যে অবশ্য পালটা কোনও জবাব দেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই হার্ভার্ডকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিকে ২২০ কোটি ডলারের সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রমণ শানিয়ে ট্রাম্প বলেছেন, “বামপন্থীদের আখড়া, জায়গাটা হাস্যকর। পঠনপাঠনের জন্য ভালো জায়গা বলা যায় না।” উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্টাইনের রক্তক্ষয়ী যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছে গোটা বিশ্বের শান্তিকামী মানুষ। আমেরিকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ হচ্ছে। যা একেবারেই না পসন্দ ট্রাম্প প্রশাসনের। ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছিল সরকারের তরফে। যা মানতে রাজি হয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর থেকেই হার্ভার্ডের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে উঠেছেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন নিয়ম অনুযায়ী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 'ট্যাক্স এক্সেম্পট স্টেটাস' দেওয়া হয়। মূলত জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানই এই বিশেষ তকমা পায়।
  • ট্রাম্পের এই মন্তব্যে অবশ্য পালটা কোনও জবাব দেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ।
  • ইতিমধ্যেই হার্ভার্ডকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
Advertisement