shono
Advertisement

Breaking News

Donald Trump

আগামী বছর ভারত সফরে ট্রাম্প! 'রুশ তেল কেনা কমানো বন্ধু' মোদির প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

'বন্ধু' নরেন্দ্র মোদির সঙ্গে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ট্রাম্প।
Published By: Anwesha AdhikaryPosted: 10:55 AM Nov 07, 2025Updated: 12:36 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক ধাক্কা সামলে আবারও মসৃণ হচ্ছে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বৃহস্পতিবার তেমনটাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দিয়েছে ভারত। 'বন্ধু' নরেন্দ্র মোদির সঙ্গে নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। তাই আগামী বছর ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "মোদি তো রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বন্ধ করে দিয়েছে। ও আমার বন্ধু, মাঝে মাঝেই কথা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসাধারণ মানুষ। উনি চান আমি যেন ভারতে যাই। আমরা কথা বলে সব ঠিক করব।" তখনই এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে কি আগামী বছর ভারত সফরে দেখা যাবে ট্রাম্পকে? মার্কিন প্রেসিডেন্টের জবাব, "হ্যাঁ, হতেই পারে।"

উল্লেখ্য, দিনদশেক আগেই ট্রাম্প বলেছিলেন, “ভারতের সঙ্গে আমি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আমাদের দু’জনের সম্পর্ক দারুণ। মোদির নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে।” হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। পাশাপাশি, বাণিজ্যচুক্তি নিয়ে যে আগ্রহী ভারতও সেকথাও পরিষ্কার করে দেয় নয়াদিল্লি। তবে দীর্ঘদিন আলোচনা হলেও চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি।

অন্যদিকে, মাসখানেক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং। মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। তবে রয়টার্সের রিপোর্টে বলা হয়, ভারতের সবচেয়ে বড় রুশ তেলের ক্রেতা রিলায়্যান্স নাকি অনেকখানি কমিয়ে দিয়েছে রুশ তেল কেনার পরিমাণ। সেরকম হলে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধও করে দিতে পারে তারা। সরকার নিয়ন্ত্রিত শোধনাগারাগুলিও একই পথে হাঁটতে পারে বলে রয়টার্সের দাবি। এবার সেকথা শোনা গেল ট্রাম্পের মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছর ভারত সফরে দেখা যাবে ট্রাম্পকে? মার্কিন প্রেসিডেন্টের জবাব, "হ্যাঁ, হতেই পারে।"
  • হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী।
  • মাসখানেক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং।
Advertisement