সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুঁয়েমিতেই ভারতের উপর বসেছে বিরাট মার্কিন শুল্কের বোঝা! এমনটাই দাবি করলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। এক পডকাস্টে তিনি স্পষ্ট বলেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার অন্যতম শর্ত ছিল, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন মোদি। কিন্তু সেই ফোন আসেনি। বাণিজ্য চুক্তি হয়নি। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা।
পডকাস্টে আলোচনার সময়ে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মুখ খোলেন লুটনিক। তাঁর কথায়, দুই দেশের বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চুক্তিতে সিলমোহর হিসাবে প্রয়োজন ছিল একটিমাত্র বিষয়-তা হল মোদিকে ফোন করতে হবে। ট্রাম্পের কাছে প্রধানমন্ত্রীর ফোন গেলে তারপরেই চুক্তি চূড়ান্ত হবে-এমন শর্ত রাখা হয়েছিল। তবে ভারতীয় আধিকারিকরা এই শর্ত মানতে চাননি বলে দাবি লুটনিকের। শেষ পর্যন্ত মোদির ফোন পাননি ট্রাম্প। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি সই হয়নি।
সবমিলিয়ে, মোদির ফোন না পেয়েই ট্রাম্পের 'ইগো'য় ধাক্কা লাগে। তারপর থেকে আলোচনা হলেও বাণিজ্যচুক্তি হয়নি। উলটে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প (Trump Tariff On India)। আগামী দিনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর বিলে অনুমোদনও দিয়েছেন। তার ফলে আবারও ভারতের উপর শুল্ক বসার সম্ভাবনা প্রবল। এহেন পরিস্থিতিতে লুটনিকের মত, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও মোদির ফোন আসেনি বলে যথেষ্ট অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন বাণিজ্য সচিব আরও জানিয়েছেন, বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মতো দেশগুলি ভারতের চেয়ে অনেকখানি পিছিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। আপাতত ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আমেরিকা আর আগ্রহী নয়। উল্লেখ্য, দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন যে তাঁকে খুশি করাটা মোদির কাছে গুরুত্বপূর্ণ। তারপরেই বিস্ফোরক দাবি মার্কিন বাণিজ্য সচিবের।
