shono
Advertisement

নেপথ্যে সন্ত্রাসবাদ! পাকিস্তানিদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধের পথে ট্রাম্প

'সন্ত্রাসের কারখানা' পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপে ট্রাম্পের।
Published By: Amit Kumar DasPosted: 10:10 AM Mar 07, 2025Updated: 10:46 AM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সন্ত্রাসের কারখানা' পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ করতে চলেছেন তিনি। সূত্রের খবর, পাকিস্তানের নাগরিকরা যাতে আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন তিনি। তবে শুধু পাকিস্তান নয়, আফগানিস্তান-সহ আরও বেশ কয়েকটি দেশের উপর লাগু হতে পারে এই ভ্রমণ নিষেধাজ্ঞা।

Advertisement

রয়টর্স সূত্রে জানা যাচ্ছে, সাদা বাড়ির অধীশ্বর হওয়ার পর প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প। যেখানে বলা হয় দেশের নিরাপত্তার স্বার্থে একটি তালিকা তৈরি করার। কোন কোন দেশের নাগরিকরা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ তা ঝাড়াই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়। ১২ মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরির ডেডলাইনও দিয়েছিলেন প্রেসিডেন্ট। কোন কোন দেশের নাগরিকদের আমেরিকা সফরে আংশিক ও পূর্ণ বৈধতা দেওয়া হবে সে তালিকা প্রস্তুত করা হয়েছে। জানা যাচ্ছে, এই তালিকায় নাম নেই পাকিস্তান ও আফগানিস্তানের।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতেই পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের মাস্টার মাইন্ড মহম্মদ শরিফুল্লার গ্রেফতারের খবর জানান মার্কিন প্রেসিডেন্ট। যে ঘটনায় ১৩ জন মার্কিন সেনা সহ ১৭০ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়। এই গ্রেপ্তারির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসাও করেন তিনি। তার ঠিক পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে আমেরিকা।

এই ঘটনায় বিশেষজ্ঞদের দাবি, আসলে পাকিস্তান যে বিশ্বসন্ত্রাসের জনক হয়ে উঠেছে তা এখন আর কারও কাছে অজানা নয়। পাকিস্তানের মাটিতে ফুলে ফেঁপে উঠছে একের পর সন্ত্রাসবাদী সংগঠন। এবং এই সন্ত্রাসকে আস্কারা দিয়ে চলেছে আইএসআই। যদিও বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে মাঝে মাঝেই সন্ত্রাসবিরোধী মুখোশ পরে পাক সরকার। দুঁদে ব্যবসায়ী ট্রাম্প পাকিস্তানের এই ছক ভালোই বোঝেন। যার জেরেই দেশের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের জন্য মার্কিন দরজা বন্ধ করতে চলেছেন তিনি। তবে ট্রাম্পের এমন পদক্ষেপ এই প্রথমবার নয়, ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ৭টি মুসলিম দেশের নাগরিকদের উপর মার্কিন সফরে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন ট্রাম্প। পরে বাইডেন ক্ষমতায় এলে এই নিষেধাজ্ঞা তুলে নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সন্ত্রাসের কারখানা' পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • পাক নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ করতে চলেছেন তিনি।
  • সূত্রের খবর, পাকিস্তানের নাগরিকরা যাতে আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরপ করতে চলেছেন তিনি।
Advertisement