সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ ছিল, তবুও নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খণ্ডন করেননি বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর প্রথমবার সাক্ষাৎকার দিতে গিয়ে এই ইস্যুতেই তিনি খোঁচা দেন পূর্বসূরি জো বাইডেনকে। উল্লেখ করেন অভিযুক্তদের ক্ষমা করার বিষয়টি। রিপাবলিকান নেতার দাবি, ২০২১ সালে ক্যাপিটল হিংসার অভিযুক্তদের অধিকাংশই নিষ্পাপ। তাঁরা কোনও ভুল করেননি।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
২০২০ সালে বাইডেনের কাছে হেরে ক্ষমতা হারান ট্রাম্প। এর পরই ভোটের ফলাফলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন ট্রাম্প ও তাঁর সমর্থকরা। অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। শতাধিক অভিযুক্তকে জেলবন্দি করা হয় এই ঘটনায়। অন্যতম অভিযুক্তদের তালিকায় ছিল ট্রাম্পের নামও। তবে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই ক্যাপিটল হিংসায় অভিযুক্তদের নিঃশর্ত ক্ষমা করেছেন ট্রাম্প। ১৫০০ জনের বেশি অভিযুক্ত মুক্তি পেয়েছেন ট্রাম্পের এই সিদ্ধান্তে।
কিন্তু মূল অভিযুক্তের তালিকায় নিজের নাম থাকলেও নিজেকে ক্ষমা করেননি, সাক্ষাৎকারে এমনটাই জানালেন ট্রাম্প। ২.০ জমানায় প্রথমবার সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "আমার কাছে সুযোগ ছিল। ওরা আমাকে জিজ্ঞাসা করল, 'স্যর আপনি কি নিজেকে-সহ সমস্ত অভিযুক্তকে ক্ষমা করে দেবেন?' আমি সোজা জানিয়ে দিয়েছি, কাউকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না, কারণ কেউ অন্যায় করেননি। যাঁদের ভোগান্তি হয়েছে, তাঁদের অধিকাংশই নির্দোষ দেশপ্রেমিক।" ট্রাম্প জানান, ক্যাপিটল হামলায় অভিযুক্তদের তালিকায় তাঁর নাম এখনও রয়েছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদের শেষলগ্নে ভাইবোনেদের ‘রক্ষাকবচ’ দেন বাইডেন। পদের শক্তি ব্যবহার করে ভাই জেমস, ফ্র্যাঙ্ক এবং বোন ভ্যালেরিকে ‘প্রেসিডেনশিয়াল পার্ডন ‘ বা ক্ষমার শংসাপত্র দিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নেন তিনি। নজিরবিহীনভাবে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়া পুত্রকেও ক্ষমা করেন। কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি যে এভাবে ক্ষমার শংসাপত্র 'বিতরণ' করেননি, সেকথা বারবার মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প।