সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'শুল্ক যুদ্ধে' ফের কানাডাকে লাল চোখ দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিলেন, কানাডার দুগ্ধজাত পণ্যে এবার চাপানো হবে ২৫০ শতাংশ শুল্ক। শুক্রবার হোয়াইট হাউস থেকে এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু দুগ্ধজাত পণ্য নয়, কানাডা থেকে আমদানি করা কাঠেও একই হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা বাস্তবায়িত হলে কানাডা যে বিরাট চাপে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
সাদা বাড়ির অধীশ্বর হওয়ার পরই মার্কিন শুল্কনীতিতে বিরাট পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, আমেরিকার যারা আমাদের উপর শুল্ক চাপাবে, তাদেরও সমপরিমাণ শুল্কের বোঝা বইতে হবে। সেই পথে হেঁটে ইতিমধ্যেই শুল্কের বোঝা চাপানো হয়েছে, চিনের উপর। কানাডা, মেক্সিকোর উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেও তা আগামী ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এরই মাঝে শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, "কাঠ ও দুগ্ধজাত পণ্যে বছরের পর বছর ধরে বিপুল শুল্ক চাপিয়ে কানাডা আমাদের নিংড়ে নিচ্ছে। এ বার কানাডা শুল্ক না কমালে আমরা সমপরিমাণ শুল্ক চাপাব। এই শুল্ক এখনই ধার্য হতে পারে, আবার সোম বা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করাও হতে পারে।"
উল্লেখ্য, কানাডার দুগ্ধজাত পণ্য ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ নীতি রয়েছে ট্রুডো প্রশাসনের। কয়েক দশক ধরে সেই মতোই চলছে বাণিজ্য। ২০২০ সালে ট্রাম্পের জমানাতেই আমেরিকা-মেক্সিকো-কানাডা ত্রিপাক্ষিক বাণিজ্য চুক্তি সাক্ষর হয়। যে চুক্তি অনুযায়ী, আমেরিকা একটি নির্দিষ্ট পরিমাণ দুগ্ধজাত পণ্য কানাডাতে রপ্তানি করতে পারবে। তার বেশি দুগ্ধজাত পণ্য যদি আমেরিকা রপ্তানি করে সেক্ষেত্রে বিপুল পরিমাণ শুল্ক চাপানো হয়। কখনও কখনও এই শুল্কের হার ২০০ থেকে ২৫০ শতাংশ পর্যন্ত চলে যায়। কানাডার এই নীতির পালটা এবার সমপরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, চিনের বেশ কিছু পণ্যের উপর সম্প্রতি ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। একইসঙ্গে কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অবশ্য সেই সিদ্ধান্তের উপর সাময়িক স্থগিতাদেশ জারি হলেও চিনকে রেহাই দেওয়া হয়নি। এদিকে পালটা এই শুল্ক যুদ্ধে মার্কিন পণ্যের উপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে চিনের তরফে। আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে এই নয়া নীতি।
