shono
Advertisement
Golden Dome Missile Shield

মার্কিন আকাশে সর্বাধুনিক প্রতিরক্ষা ঢাল! রুখবে ক্ষেপণাস্ত্র হামলা, 'গোল্ডেন ডোম'-এর ঘোষণা ট্রাম্পের

শত শত উপগ্রহের নেটওয়ার্কে তৈরি প্রতিরক্ষা বলয়।
Published By: Kishore GhoshPosted: 01:53 PM May 21, 2025Updated: 02:53 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও রাশিয়ার ভ্রূকুটি ওড়াতে 'সোনার সুরক্ষা বলয়' গড়বে আমেরিকা। যত শক্তিশালী ক্ষেপণাস্ত্রই হোক, কয়েক শো উপগ্রহের তৈরি নেটওয়ার্কের জালে ঠিক ধরা পড়ে যাবে। কোনও আক্রমণই আমেরিকার মাটিতে আছড়ে পড়বে না। সুরক্ষিত থাকবেন মার্কিন নাগরিকরা। বুধবার এই 'গোল্ডেন ডোম' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই প্রকল্প খরচ হবে মার্কিন কোষাগারের ১৭৫ বিলিয়ন ডলার।

Advertisement

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গোল্ডেন ডোম (Golden Dome)-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, "নির্বাচনের সময়ে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জাতীয় সুরক্ষার জন্য একটি অত্যাধুনিক প্রকল্প শুরু হবে। যে কোনও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে 'গোল্ডেন ডোম'। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, তার কাজ শুরু হয়ে গিয়েছে।" ট্রাম্প দাবি করেন, "গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে।" এইসঙ্গে তিনি জানান, নিশ্ছিদ্র সুরক্ষাবলয় তৈরি করতে খরচ হবে মোট ১৭৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৫ হাজার কোটি টাকা। প্রাথমিক পর্বে খরচ হবে ২৫ বিলিয়ান ডলার।

আমেরিকার 'স্পেস ফোর্স' জেনারেল মাইকেল গেটলিনকে 'গোল্ডেন ডোম' (Golden Dome) প্রকল্পের তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, এরপর জল, স্থল, আকাশ থেকে ছোড়া কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন আমেরিকার মাটি স্পর্শ করতে পারবে না। এদিন ট্রাম্প বলেন, "বহু বছর আগে রোনাল্ড রেগন এই প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন, যদিও সেই সময় প্রয়োজনীয় প্রযুক্তি ছিল না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার স্পেস ফোর্স জেনারেল মাইকেল গেটলিনকে 'গোল্ডেন ডোম' প্রকল্পের তত্ত্বাবধায়নের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।
  • প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গোল্ডেন ডোম-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
Advertisement