সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প মানেই খবর। এবার এক অতি উৎসাহী সাংবাদিকের বুম মাইক্রোফোন তাঁর মুখে 'খোঁচা' দিতেই চূড়ান্ত অসন্তুষ্ট হয়ে আগুনে দৃষ্টিতে তাকালেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই কেউ কেউ 'ষড়যন্ত্র তত্ত্ব' আউড়ে এর মধ্যে 'হত্যার চক্রান্তে'র দাবিও করেছেন।
ঠিক কী হয়েছিল? ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গাজা পরিস্থিতি নিয়ে। আর তখনই দেখা গেল এক অতি উৎসাহী মহিলা সাংবাদিকের বুম মাইকটি তাঁর মুখে ঘষা খেয়ে গেল। সঙ্গে সঙ্গে ট্রাম্প তাঁর মুখের দিকে তাকান অত্যন্ত বিরক্তি-সহ। তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে বলতে শোনা গেল, ''উনি আজ রাতে টিভিতে খবর হয়েই থাকবেন। আজ উনি 'বিগ স্টোরি' হয়ে উঠবেন।'' এখানেই শেষ হয়নি। আরেক সাংবাদিকের কাছে জানতে চান, ''দেখলেন কি ব্যাপারটা?'' এরপর নিজেই খানিক অবিশ্বাসের হাসি হাসেন অপ্রস্তুত ট্রাম্প।
ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী মিম তৈরিও শুরু হয়েছে। কিন্তু সকলে একে স্রেফ একটি লঘু মুহূর্ত হিসেবে দেখতে নারাজ। এক্স হ্যান্ডলে এক ইউজার দাবি করেন, 'যদি আগামী কয়েক ঘণ্টার মধ্যে রহস্যময় মৃত্যু হয় ট্রাম্পের আমি ওই মাইক্রোনধারীকেই দায়ী করব।' তাঁর দাবি, মাইক্রোফোনে অ্যানথ্রাক্স কিংবা ফেন্টানিলের মতো বিষাক্ত পদার্থ লাগানো থাকতে পারে। বলো রাখা ভালো, ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপরে ট্যারিফ বৃদ্ধির ক্ষেত্রে মার্কিন সীমান্তে ফেন্টানিলের মতো ড্রাগ পাচারের কথা বলে থাকেন। এদিকে আরেক ইুজারের দাবি, 'বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা দরকার। মাইকে বিষ থাকতেই পারে। শুনতে অদ্ভুত লাগলেও বলা তো যায় না।'