shono
Advertisement
Elon Musk

একমাস ইন্টারনেট ফ্রি! 'শত্রু' মাদুরোর গ্ৰেপ্তারিতে ট্রাম্পের প্রশংসা করে 'গিফট' মাস্কের

মাদুরোর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা এলন মাস্কের।
Published By: Amit Kumar DasPosted: 05:10 PM Jan 04, 2026Updated: 05:10 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারিতে যারপরনাই উচ্ছ্বসিত টেসলাকর্তা এলন মাস্ক। দুঃসাহসিক অভিযানে 'শত্রু' মাদুরোর গ্রেপ্তারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তিনি। পাশাপাশি সাফল্যের খুশিতে একমাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা মাস্কের।

Advertisement

শনিবার নিজের সোশাল মিডিয়া প্ল্যার্টফর্মে ভেনেজুয়েলায় সফল অভিযানের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক পর এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মাস্ক লেখেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। এই পদক্ষেপ গোটা বিশ্বের জন্য এক বিরাট জয় এবং পৃথিবীর যেখানে যত একনায়ক রয়েছে তাদের জন্য স্পষ্ট বার্তা। ভেনেজুয়েলা এতদিন ধরে যে সাফল্য ও সমৃদ্ধির অপেক্ষা করছিল সেই সময় অবশেষে এসেছে।' এখানেই শেষ নয়, জয়ের আনন্দে উচ্ছ্বসিত মাস্ক ভেনেজুয়েলাবাসীর জন্য একমাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা করেন। মাস্কের সংস্থা স্টারলিঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক।

নিকোলাস মাদুরোর সঙ্গে এলন মাস্কের বিরোধ দীর্ঘদিনের। একটা সময় মাদুরো মাস্ককে 'প্রধান শত্রু' হিসেবে উল্লেখ করেন এবং ভেনেজুয়েলায় এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেন। অন্যদিকে মাস্ক শুরু থেকেই মাদুরোকে স্বৈরাচারী শাসক বলে তোপ দেগে এসেছে এবং বিরোধীদের সমর্থন জানিয়েছে। সেই ডামাডোলের মাঝেই মাদুরোর গ্রেপ্তারি মাস্কের জন্য যে আনন্দের খবর তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাপানউতোরের পর শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা চালায় আমেরিকা (US Strikes Venezuela)। বন্দি করা হয় সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। সেই অভিযোগের মাঝেই শনিবার সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ”যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব।” যার অর্থ, বকলমে তেলের দেশ ভেনেজুয়েলার দখল নিল আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারিতে যারপরনাই উচ্ছ্বসিত টেসলাকর্তা এলন মাস্ক।
  • দুঃসাহসিক অভিযানে 'শত্রু' মাদুরোর গ্রেপ্তারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তিনি।
  • সাফল্যের খুশিতে একমাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা মাস্কের।
Advertisement