সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মোটেই চড় খাইনি, কেবল মজা করছিলাম'! চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হতেই এমন সাফাই দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emanuel Macron)। সোমবার ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়ে, স্ত্রীর (Wife) হাতে সপাটে চড় খাচ্ছেন প্রেসিডেন্ট। ফলে বেশ অস্বস্তিতে পড়েন ম্যাক্রোঁ। যদিও তাঁর সাফ দাবি, এটা স্রেফ স্বামী-স্ত্রীর খুনসুটি। অযথা বিষয়টিকে নিয়ে জলঘোলা চলছে।
রবিবার থেকে এক সপ্তাহের জন্য ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সফর শুরু করেছেন সস্ত্রীক ম্যাক্রোঁ। ফ্রান্স থেকে তাঁদের বিমান প্রথম অবতরণ করে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। সেখানেই বিমানের দরজা খুলে নামার সময় এমন অপ্রীতিকর দৃশ্য একেবারে সকলের চোখের সামনে। দেখা যাচ্ছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে ম্যাক্রোঁর গালে সপাটে এসে পড়ল চড়! স্ত্রীর রণমূর্তি দেখে হতভম্ব হয়ে যান প্রেসিডেন্ট। মুহূর্তের মধ্যে অবশ্য সবটা সামলে বিমান থেকে নেমে আসেন দম্পতি। সেসময় স্ত্রী ব্রিগেটের হাত ধরতে যান ম্যাক্রোঁ। কিন্তু ব্রিজিট দূরত্ব বজায় রেখেই সিঁড়ি দিয়ে নামেন।
ভিডিও ভাইরাল হতেই স্ত্রীর হাতে চড় খাওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন ম্যাক্রোঁ। তাঁর কথায়, "আমার স্ত্রী আর আমি মৃদু ঝগড়া করছিলাম। বলা ভালো খুনসুটি করছিলাম। কিন্তু সেটা যেভাবে তুলে ধরা হয়েছে আমি স্তম্ভিত। গোটা ঘটনাটা এবার মহাজাগতিক বিপর্যয়ের সমতুল্য হিসাবে তুলে ধরা হয়েছে। নানা তত্ত্বও বানাচ্ছেন অনেকে। কিন্তু এই ভিডিওগুলোতে স্রেফ দেখা যাচ্ছে, আমি একটা টিস্যু নিলাম, একজনের সঙ্গে হাত মেলালাম আর স্ত্রীর সঙ্গে খুনসুটি করলাম যেটা আমরা প্রায়শই করে থাকি। এর বাইরে আর কিছুই নয়।"
ফরাসি প্রেসিডেন্টের মতে, রুশ মিডিয়া এবং তাঁর দেশের উগ্রপন্থীদের ষড়যন্ত্রেই সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। ম্যাক্রোঁর দপ্তর এলিস প্যালেসের তরফেও বলা হয়, প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সামান্য খুনসুটির ভিডিও তুলেছিল ফরাসি মিডিয়া। কিন্তু সেই ভিডিওর অপব্যাখ্যা হচ্ছে।
