shono
Advertisement
Donald Trump

নুড়িপাথরে লেখা ৮৬৪৭, রহস্যসংখ্যায় ট্রাম্পকে খতমের ছক! রাডারে প্রাক্তন এফবিআই কর্তা

বিতর্ক ঘনাতেই পোস্ট মুছে ফেলেছেন অভিযুক্ত জেমস কমি।
Published By: Biswadip DeyPosted: 03:34 PM May 16, 2025Updated: 03:35 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন এফবিআই প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত জেমস কমির সোশাল মিডিয়ায় করা একটি পোস্ট থেকেই বিতর্কের সূত্রপাত। পরে অবশ্য সেই পোস্টটি সরিয়েও নেন জেমস।

Advertisement

কিন্তু পোস্টে ঠিক কী লিখেছিলেন তিনি? সরাসরি কিছু লেখেননি প্রাক্তন এফবিআই কর্তা। তাঁর পোস্টে ছিল একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে সাদা বালির উপরে হলুদ-কালো পাথর জড়ো করে লেখা ৮৬৪৭। আর এই ছবি ঘিরেই ঘনাচ্ছে রহস্য। বলা হচ্ছে, এটা স্রেফ চারটি সংখ্যামাত্র নয়। এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে ট্রাম্পকে খুনের হুমকি-বার্তা!

আসলে আমেরিকায় ৮৬ সংখ্যাটি সাধারণ ভাবে ব্যবহৃত হয় অশ্লীল ভাবে কাউকে সরিয়ে দেওয়া বা তার থেকে রেহাই পাওয়ার কথা বলতে। অন্যদিকে ৪৭ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রযোজ্য সাংকেতিক কোড। কেননা তিনি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। ফলে এই দুই সংখ্যার জোড়কে পাশাপাশি বসিয়ে ট্রাম্প অনুরাগীদের দাবি, এখানে ট্রাম্পকে হিংস্রতার সঙ্গে মসনদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ খুন করার কথাই বলা হয়েছে।

বিতর্ক ঘনাতেই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন জেমস। বরাবরই ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি একটা ছবি শেয়ার করেছিলাম। সৈকতে হাঁটতে বেরিয়ে পাথরগুলোকে আমি দেখেছিলাম। মনে হয়েছিল এটা কোনও রাজনৈতিক বার্তা। ভাবতে পারিনি কেউ কেউ একে হিংসার সঙ্গে জড়িয়ে ফেলবেন। আমি হিংসার বিরোধী। তাই পোস্টটি সরিয়ে নিয়েছি।''

প্রসঙ্গত, এই মুহূর্তে আমেরিকায় নেই ট্রাম্প। তিনি গিয়েছেন পশ্চিম এশিয়ায়। এই পরিস্থিতিতে বিতর্ক ঘনাল রহস্যময় ওই পোস্ট ঘিরে। এর আগে গত বছর পেনসিলভ্যানিয়ার একটি জনসভায় আততায়ীর গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় ট্রাম্পের। শোরগোল পড়ে গিয়েছিল সেই ঘটনা। এবার ফের তৈরি হল নয়া বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন এফবিআই প্রধানের বিরুদ্ধে।
  • অভিযুক্ত জেমস কমির সোশাল মিডিয়ায় করা একটি পোস্ট থেকেই বিতর্কের সূত্রপাত।
  • পরে অবশ্য সেই পোস্টটি সরিয়েও নেন জেমস।
Advertisement