সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০০ কেজি ইউরেনিয়াম ১০টি পারমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট। ইরানের তিন পরমাণুকেন্দ্রে মার্কিন হামলার পর যার খোঁজ মিলছে না। তাহলে কি ওই ইউরেনিয়াম হামলার আগেই সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। মঙ্গলবার আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানান, ইরানের তিনটি পারমণুকেন্দ্রে ছয়টি 'বাঙ্কার বাস্টার' নিক্ষেপের পর থেকেই নিখোঁজ ৪০০ কেজি ইউরেনিয়াম। উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল, ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। ৯০ শতাংশ হলেই আণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই অশঙ্কাতেই ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লা আলি খামেনেইয়ের দেশে।
মার্কিন হামলার দু'দিন আগে ইরানের পরমাণুকেন্দ্রেগুলিতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল ফোরডো পরমাণুকেন্দ্রের একাধিক উপগ্রহচিত্র। ১৯ জুনের ওই ছবিতে ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায়, মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরাঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন উপরাষ্ট্রপতির বক্তব্যেও।
প্রসঙ্গত, রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়। এই তেহরান পালটা হামলা চালাতে পারে আশঙ্কায় নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে সতর্কতা জারি হয়। যদিও মধ্যপ্রাচ্যেরই (সিরিয়া, ইরাক, কাতার) একাধিক মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর মঙ্গলবার ভোররাতে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে ইজরায়েল রাজি হলেও ইরান এখনও পর্যন্ত আনুষ্ঠানিক সম্মতি দেয়নি।