সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সের ঘৃণ্য ট্রেন্ড ঘিরে সরগরম নেট দুনিয়া। গ্রকের কাছে মহিলাদের স্বচ্ছ বিকিনি পরানোর 'আবদার' করছেন অনেক। বহু মহিলারই স্বল্পবসনা ছবি বানানো হচ্ছে এভাবে। এবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেকে বিকিনি পরালেন এলন মাস্ক (Elon Musk)। কিন্তু কেন? নিজেকে নীল রঙের বিকিনিতে কেন সাজালেন এক্সের মালিক?
মাস্কের 'হুকুম' মেনে যে ছবি বানিয়ে দিয়েছে গ্রক, তাকে 'পারফেক্ট' বলে প্রশংসাও করেছেন তিনি। এমনকী তাঁর ওই পোস্ট যাঁরা শেয়ার করেছেন সেটাও রিটুইট করেছেন মাস্ক। মনে করা হচ্ছে, এর নেপথ্যে বিশেষ উদ্দেশ্য রয়েছে তাঁর। আসলে এভাবে নিজেরই বিকিনি পরিহিত ছবি শেয়ার করে মাস্ক বাড়তে থাকা সমালোচনার 'জবাব' দিয়েছেন। বোঝাতে চেয়েছেন, এই ট্রেন্ড আসলে হালকা মেজাজের বলেই মনে হয়েছে তাঁর। তিনি এতে আপত্তির কিছু দেখছেন না। প্রসঙ্গত, কেবলই মাস্ক নয়, বিল গেটসের মতো ধনকুবেরেরও একই রকম ছবি তৈরি করানো হয়েছে গ্রক ব্যবহার করে।
তবে তিনি যতই বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করুন, নিন্দার ঝড় বইছে নেট ভুবনে। অনেক মহিলা নিজেও নিজের সাহসী ছবি দেখার ইচ্ছেয় এমন কমান্ড দিচ্ছেন অনেকে। কিন্তু এর বাইরে বহু ইউজার গ্রক ব্যবহার করে ইচ্ছেমতো মহিলাদের অর্ধনগ্ন ছবি তৈরি করছে। এমনকী নগ্ন ছবিও বানানো হচ্ছে বলে অভিযোগ। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এভাবে কারও অনুমতি ব্যতিরেকে তাঁর নগ্ন বা বিকিনি পরিহিত ছবি বানানোকে 'বিপজ্জনক' ট্রেন্ড বলে মনে করছেন তাঁরা। কিন্তু এই পরিস্থিতিতে মাস্ক কোনও রকম সমালোচনাই করেননি। বরং নিজের বিকিনি পরিহিত ছবি পোস্ট করে বিষয়টিকে লঘু দেখাতে চেষ্টা করছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বলে রাখা ভালো, বরাবরই নিজেকে 'আমুদে' বলে দেখাতে চান মাস্ক। চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দিতে গ্রক চ্যাটবটটি যখন আনা হয়, তখন লক্ষ্যই ছিল তার মধ্যে এমন গুণাবলি থাকবে যা এদের মধ্যে নেই। দেখা যায় গ্রকের মুখে অশ্লীল বুলি। আবার এখন সেই গ্রকই মহিলাদের নগ্ন ছবি তৈরি করছে। ফলে বিতর্কের পারদ ক্রমশ চড়ছে।
