shono
Advertisement
Germany

সিনেমার কায়দায় ডাকাতি! ড্রিল মেশিনে ভল্ট কেটে জার্মানিতে লুট সাড়ে ৩ কোটি ডলার

লম্বা ছুটির সময়কে বেছেই পাতালপথে লম্বা সুড়ঙ্গ খোঁড়ে দুষ্কৃতীরা!
Published By: Biswadip DeyPosted: 12:23 PM Dec 31, 2025Updated: 12:23 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন সিনেমা। জার্মানির জেলসেনকির্খেন শহরের স্পার্কাস সেভিংস ব্যাংকের এক শাখায় ভল্ট বড় ড্রিল মেশিন দিয়ে কেটে লুট করা হল প্রায় ৩ কোটি ইউরো। ডলারের হিসেবে তা সাড়ে তিন কোটি ডলার। ইতিমধ্যেই হলিউডের বিখ্যাত সিনেমা ‘ওশেনস ইলেভেন’-এর সঙ্গে তুলনা করা হয়েছে এই দুঃসাহসিক ডাকাতির। বিবিসি সূত্রে জানা যাচ্ছে, ডাকাতরা ৩ হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ভিতরে থাকা সোনাদানা, টাকাকড়ি সব হাতিয়ে চম্পট দিয়েছে।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, রীতিমতো পেশাদারি কায়দায় ডাকাতি করা হয়েছে। ৯৫ শতাংশ গ্রাহকের সেফ ডিপোজিট বক্সই ভেঙে ফেলা হয়েছে। ফলে অধিকাংশ গ্রাহকদেরই আশঙ্কা তাঁরা সর্বস্ব হারিয়েছেন। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য একটি হটলাইন চালু করলেও ক্ষোভ বাড়ছে। ব্যাঙ্কের ওই শাখার বাইরে জড়ো হয়ে শয়ে শয়ে গ্রাহক প্রতিবাদ জানিয়েছেন।

পুলিশ সূত্রের দাবি, একটি পার্কিং গ্যারেজ থেকে গর্ত খুঁড়ে পাতাপথেই ভল্ট রুমে পৌঁছেছিল ডাকাতরা। ক্রিসমাসের ছুটির সময় ব্যাঙ্ক বন্ধ থাকলে সেই সময়ই ৩ হাজার ২৫০ জন গ্রাহকের সম্পত্তি হাতাতে এই মতলব সাঁটা হয়েছিল। গত সপ্তাহে বড়দিন উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার ব্যাঙ্ক বন্ধ ছিল। পরের দু'দিন সপ্তাহান্তের ছুটি। এই লম্বা ছুটির সময়কেই তাই 'অপারেশনে'র দিন হিসেবে বেছে নেয় ব্যাঙ্ক ডাকাতরা। যেভাবে পরিকল্পনা করে একেবারে ফিল্মি কায়দায় তারা কাজ সম্পন্ন করেছে, তা দেখে হতবাক তদন্তকারীরা।

এদিকে সিসিটিভিতে যে ফুটেজ ধরা পড়েছে তাতে গাড়ির নম্বর লেখা ছিল Audi RS 6। কিন্তু তদন্ত শুরু করার পর দেখা যায়, গত মাসেই ওই লাইসেন্স প্লেট চুরি হয়ে গিয়েছিল! ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ওই গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ। খোঁজ চলছে আরও সূত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement