সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকংয়ে (Hong Kong) অব্যাহত চিনা দমনপীড়ন। এবার স্বশাসিত প্রদেশটির গণতন্ত্রকামী ও ‘বিদ্রোহী গায়ক’ হিসেবে পরিচিত অ্যান্থনি ওয়ংকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে প্রশাসন।
[আরও পড়ুন: Afghanistan: হেলমন্দ কারাগারে ব্যর্থ তালিবানি হামলা, রক্ষীদের গুলিতে খতম ৩৮ জেহাদি]
রয়টার্স সূত্রে খবর, অ্যান্থনি ওয়ংয়ের বিরুদ্ধে হংকংয়ের আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্রকামী প্রার্থীর হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে প্রশাসন। সরকারের দুর্নীতি দমন কমিশন একটি রিপোর্টে জানিয়েছে, ২০১৮ সালে আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্রপন্থী সমাজকর্মী তথা রাজনীতিবিদ আউ নক-হিনের হয়ে ভোটারদের প্রভাবিত করেছেন গায়ক অ্যান্থনি ওয়ং। এক বিবৃতিতে কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে, “নির্বাচনী মিছিলে দু’টি গান গেয়েছিলেন ওয়ং। তারপর আউ নক-হিনের হয়ে ভোট দেওয়ার আরজি জানান তিনি। নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তিনি।” বিশ্লেষকদের মতে, দোষী সাব্যস্ত হলে সাত বছরের জেল হতে পারে ওই বিদ্রোহী গায়কের। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে জেলের সাজার পাশাপাশি ৬৪ হাজার মার্কিন ডলারের জরিমানাও করা হতে পারে। বলে রাখা ভাল, ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন আউ নক-হিন। কিন্তু তাঁর বিরুদ্ধেও নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে প্রশাসন। সবমিলিয়ে হংকংয়ের আইনসভায় গণতন্ত্রকামী সদস্যদের কোণঠাসা করতেই বেজিংয়ের নির্দেশে এমন মিথ্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ।
উল্লেখ্য, হংকংয়ের চিনপন্থী ক্যারি লামের প্রশাসনের দাবি, স্বশাসিত প্রদেশটিকে অশান্ত করে তুলতে চাইছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। গত জুন মাসে চিরতরে বন্ধ হয়ে যায় হংকংয়ের শেষ স্বাধীন সংবাদপত্র ‘Apple Daily’। চিনের কমিউনিস্ট শাসকদের প্রবল সমালোচক ও গণতন্ত্রের ধ্বজাধারী হিসেবে পরিচিত দৈনিকটির উপর দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করছিল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন। সংবাদপত্রটির কর্ণধার জিমি লাই বর্তমানে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করেছে পুলিশ। সবমিলিয়ে হংকংয়ের বিশেষ মর্যাদা কেড়ে নিতে মরিয়া বেজিং।