shono
Advertisement

Imran Khan: গুলি বের করতে একাধিক অস্ত্রোপচার, কেমন আছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান?

হাসপাতাল থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা তাঁর।
Posted: 04:38 PM Nov 04, 2022Updated: 04:43 PM Nov 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুড খোলা গাড়ি চড়ে মিছিল করার সময় হামলার মুখে পড়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। গুলিতে ক্ষতবিক্ষত তাঁর ডান পা। পাকিস্তান (Pakistan) তো বটেই, উপমহাদেশের রাজনৈতিক হত্যার ষড়যন্ত্রের তালিকায় এই হামলা স্মরণীয় হয়ে রইল। যদিও হামলার প্রাথমিক ধাক্কা সামলে আপাতত প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এমনকী তিনি হাসপাতালে জরুরি বৈঠক করবেন বলে খবর। এরপর সেখান থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা তাঁর। এরপর পাকিস্তানের রাজনীতির গতিপ্রকৃতি কোন দিকে হয়, সেদিকে কড়া নজর সকলের।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ওয়াজিরাবাদে ‘রিয়াল ফ্রিডম’ ব়্যালি করার সময় হুড খোলা গাড়িতে ছিলেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (PTI)  সুপ্রিমো ইমরাম খান। সেখানেই নেমে আসে বিপদ। তাঁরই সামনে থেকে সরাসরি ইমরানের দিকে তাক করে গুলি (Bullet) চালিয়ে দেয় এক যুবক। যদিও গুলি ছোঁড়ার মুহূর্তে পিছন থেকে আততায়ীর হাত একজন টেনে ধরায় গুলি লাগে ইমরানের পায়ে। ৩, ৪ টি গুলি লাগার পর তড়িঘড়ি তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় লাহোরের (Lahore) হাসপাতালে।

[আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাবের জের, দলের নির্দেশ মেনে ইস্তফা দিলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান]

শওকত খানুম হাসপাতালে ভরতি করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। স্বভাবতই এই ঘটনার পর তাঁকে নিয়ে সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। হাসপাতালের সামনে প্রচুর অনুরাগী ভিড় করতে থাকেন। সকালের দিকে ইমরানের স্বাস্থ্যের খোঁজ করেন দলের নেতা, কর্মীরা। ইমরানের প্রাক্তন সহকারী ফয়জল সুলতান জানিয়েছেন, ”এক্স-রে ও স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, তাঁর পায়ের হাড়ে বুলেটের কিছু অংশ বিঁধেছে।” দলের অন্যতম শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ প্রধানের অস্ত্রোপচার হয়েছে। তারপর তিনি আপাতত স্থিতিশীল। তবে আমরা খুবই নিশ্চিত যে এটা আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতাকে খুনের একটা পাকাপোক্ত ষড়যন্ত্র ছিল। আমরা তাঁকে রক্ষা করতে পেরেছি।”

[আরও পড়ুন: এসটিএফের বড়সড় সাফল্য, কলকাতায় গুলি ও বন্দুক-সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী]

ইমরানের সংকট কেটেছে, সেই খবর পেয়ে সুদূর ব্রিটেনে (UK) বসে স্বস্তি পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (Jemima Goldsmith)। বিপদের মুহূর্তে যে যুবক বন্দুকবাজের হাত টেনে ধরে বন্দুকের নিশানা লক্ষ্যভ্রষ্ট করেছিলেন, যার জেরেই ইমরান নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছেন, সেই যুবককে ধন্যবাদ জানিয়েছেন জেমাইমা। ছেলেদের তরফেও কৃতজ্ঞতা জানানো হয়েছে। নিজেদের আবেগের কথা জানিয়ে টুইট করেছেন ইমরানের প্রাক্তন স্ত্রী।

তিনি আরও জানিয়েছেন, আরও একজন আততায়ীকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি সফল হননি। গুলিতে তাঁর প্রাণ গিয়েছে। তাঁর পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন জেমাইমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার