shono
Advertisement
India Pakistan Conflict

অপারেশন সিঁদুরের পালটা 'বুনইয়ান উল মারসুস'! পরমাণু কমিটির সঙ্গে বৈঠকে শরিফ, কোন ষড়যন্ত্রের জাল পাকিস্তানের?

শুক্রবার রাতভর ভারতের সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান।
Published By: Paramita PaulPosted: 11:11 AM May 10, 2025Updated: 04:07 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে ছারখার পাকিস্তান! ভারতের প্রত্যাঘাতে নাজেহাল ইসলামাবাদ। তাই নয়া ষড়যন্ত্র রচতে শনিবার তড়িঘড়ি ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কমিটির হাতেই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা। শুধু তাই নয়, রেডিও পাকিস্তান সূত্রে খবর, অপারেশন সিঁদুরের (Operation Sindoor)পালটা 'বুনইয়ান উল মারসুস'-এর ঘোষণা করেছে পড়শি দেশ। তারই অংশ হিসেবে শুক্রবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার (India Pakistan Conflict) চেষ্টা চালিয়েছে তারা।

Advertisement

'বুনইয়ান উল মারসুস' শব্দটি আরবি। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরান থেকে গৃহীত। অর্থ সীসার তৈরি দেওয়াল। অটুট পরিকাঠামো। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আতাউল্লাহ তারার জানাচ্ছেন. এর অর্থ সীসা দিয়ে তৈরি মজবুত পাঁচিল। পাকিস্তান নিজেদের প্রতিরক্ষা বলয়কে অটুট বোঝাতে অপারেশনের এই নাম দিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

গতকাল রাতে ফের আকাশপথে ভারতের হামলার চেষ্টা করে পাকিস্তান (India Pakistan Conflict)। নিয়ন্ত্রণরেখা বরাবার একের পর এক গ্রামে গোলাবর্ষণ করে পাক সেনা। প্রত্যাঘাতে ৮ সেনাঘাঁটি, অস্ত্রাগার, ট্যাকটিক্যাল সেন্টারে পরিমিত আঘাত হানে ভারত। পাক মিডিয়ার দাবি, এই হামলায় ভারত ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করেছে। এরপরই তড়িঘড়ি ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কী এই ন্যাশনাল কমান্ড অথরিটি? 

পাকিস্তানের সামরিক ও অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের অনুমতি দেওয়া। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কমিটিতে রয়েছে নিরাপত্তা উপদেষ্টা, অর্থ-বিদেশ-প্রতিরক্ষা-স্বরাষ্ট্র এবং শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী। রয়েছেন তিন বাহিনীর প্রধান। এছাড়া, জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান, স্ট্র্যাটেজ়িক প্ল্যানস ডিভিশনের প্রধান এবং আইএসআই-এর ডিরেক্টর। যদিও বৈঠক ডাকার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার। 

এদিকে আবার শনিবারের সাংবাদিক সম্মেলনে উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, আরও অশান্তির ছক কষছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার দিকে এগোচ্ছে পাক সেনা। তাদের জবাব দিতে তৈরি হয়েছে ভারতীয় বাহিনীও। সবমিলিয়ে মনে করা হচ্ছে, পাকিস্তান আরও ষড়যন্ত্ররে জাল বুনছে। সীমান্তে আরও বেশি করে উসকানি দিতে চাইছে তারা। আর তাই একের পর এক কড়া পদক্ষেপ করছে ইসলামাবাদ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরে ছারখার পাকিস্তান! ভারতের প্রত্য়াঘাতে নাজেহাল ইসলামাবাদ।
  • নয়া ষড়যন্ত্র রচতে শনিবার তড়িঘড়ি ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
  • এই কমিটির হাতেই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা।
Advertisement